শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২০, ০৭:৪০ সকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২০, ০৭:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দ্বিতীয় দেশ হিসেবে ফাইজারের টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে বাহরাইন

লিহান লিমা: [২] শুক্রবার বাহরাইনের জাতীয় স্বাস্থ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এনএইচআরএ) মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার ও তাদের জার্মান অংশীদার বায়োএনটেকের তৈরি করোনার টিকা উচ্চঝুঁকিপূর্ণ রোগীদের ওপর ব্যবহারের অনুমোদন দেয়। আল জাজিরা

[৩]চূড়ান্ত ধাপের পরীক্ষায় ফাইজার-বায়োএনটেকের টিকা ৯৫ শতাংশ কার্যকারী প্রমাণিত হওয়ার পর প্রথম দেশ হিসেবে এই টিকা ব্যবহারের অনুমতি দেয় যুক্তরাজ্য।

[৪] করোনার সংক্রমণ রোধে তিন সপ্তাহের ব্যবধানে ফাইজারের টিকার দুটি ডোজ নিতে হবে।

[৫] বাহরাইনের জন্য ফাইজার-বায়োএনটেকের টিকা পরিবহন ও বিতরণ বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করা হচ্ছে। কারণ এই টিকা পরিবহন ও সংরক্ষণ করতে হবে মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। যেখানে বাহরাইনের প্রাত্যহিক তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াসের বেশি। টিকার ব্যবহার শুরুর তারিখ এবং কি পরিমাণ টিকা কেনা হয়েছে এ সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেনি বাহরাইন ও উৎপাদনকারী সংস্থা।

[৬]এর আগে চীনের সিনোফার্মের তৈরির চীনা টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিল বাহরাইন। ইতোমধ্যে ৬ হাজার মানুষের ওপর তা ব্যবহারও করা হয়েছে।

[৭]১৬ লাখ জনসংখ্যার দেশ বাহরাইনে এ পর্যন্ত ৮৭ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন অন্তত ৩৪১ জন। আক্রান্তদের মধ্যে ৮৫ হাজারের বেশি ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়