শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২০, ১২:৫৬ দুপুর
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২০, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কয়েক দশক পর ভারত থেকে চাল কিনছে চীন

রাশিদ রিয়াজ : গত তিন দশকে এই প্রথম ভারত থেকে চীন চাল কিনছে। বিশ^বাজারে চালের যোগান হ্রাস পেয়েছে ধানের ফলন কম হওয়ার কারণে। এ কারণে ভারতের রফতানিকারকরা বাংলাদেশ সহ বিভিন্ন দেশে চাল রফতানির সুযোগ হাতছাড়া করতে চাচ্ছেন না। রয়টার্স/আরটি

বিশ্বের চাল রফতানিতে শীর্ষে অবস্থান করছে ভারত। চীনের বাজার দখলে প্রতিযোগিতামূলক কম দামে চাল রফতানি করছে ভারত। চীন বিশ্বের শীর্ষ চাল আমদানিকারক দেশ। বছরে চীনে চালের চাহিদা ৪০ লাখ টন। তবে মানের দিক থেকে চীনের আমদানিকারকরা এতদিন ভারত থেকে চাল রফতানি এড়িয়ে যেত। অল ইন্ডিয়া রাইস এক্সপোর্টারস এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বি ভি কৃষ্ণা রাও জানান চালের মান নিশ্চিত করতে পারলে আগামী বছর আরো বড় আকারের চাল আমদানি করবে চীন। আপাতত চীনে বাসমতি নয় এমন ১ লাখ টন চাল রফতানি করেছে ভারত। এধরনের চাল চীনে নুডলস ও মদ তৈরিতে ব্যবহার হয়।

চীন ও ভারতের মধ্যে লাদাখ সীমান্তে উত্তেজনা ও রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও দিল্লি চাল রফতানির সুযোগ পেল। যদিও লাদাখ সীমান্তে ২০ ভারতীয় সেনা মারা যাওয়ার পর ভারতে একাধিক চীনা অ্যাপ নিষিদ্ধ ও দেশটির পণ্য বয়কটের ডাক দেয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে চীনা পণ্য বয়কটের জোর প্রচারণা চলছে। এবছরের শুরুতে চীনা বিনিয়োগকারীদের জন্যে ভারতে বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ অনুমোদন নেয়ার বিধি আরোপ করা হয়। এরফলে ভারতে চীনের বিনিয়োগ বেশ কিছুটা হোঁচট খায়।

চীনে থাইল্যান্ড, ভিয়েতনাম, মিয়ানমার ও পাকিস্তান চাল রফতানি করছে। বিশ্বে দ্বিতীয় শীর্ষ চাল রফতানিকারক দেশ হচ্ছে থাইল্যান্ড এবং চীনে এ দেশটি সবচেয়ে বেশি চাল রফতানি করে। কিন্তু খরার কারণে থাইল্যান্ডে চাল উৎপাদন মার খেয়েছে। গত ২০ বছরে সবচেয়ে কম চাল রফতানি করছে থাইল্যান্ড। প্রতি টন চালে ভারত অন্যান্য দেশের চেয়ে চীনের কাছে ৩০ ডলার কম নিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়