শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২০, ০৯:৩৩ সকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২০, ০৯:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাণীশংকৈল কৃষকের উৎপাদিত গমের বীজ যাচ্ছে বিভিন্ন জেলায়

আনোয়ার হোসেন: [২] ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার কৃষকের উৎপাদিত গমের বীজ এখন সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন জেলায়।

[৩] উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, উপজেলার লেহেম্বা ইউনিয়নের মাধবপুর গ্রামের কৃষক মনোরঞ্জন রায় এবারের রবি মৌসুমে বারি গম-৩০ জাতের প্রায় ৪টন গমের বীজ উৎপাদন করেছে। সেই বীজ এবারে জেলার বিভিন্ন স্থানের পাশাপাশি দিনাজপুরের বীরগঞ্জ, বগুড়া এলাকায় কৃষকের নিকট সরবারহ করেছে কৃষক মনোরঞ্জন রায়।

[৪] কৃষক মনোরঞ্জন রায় গতকাল শুক্রবার জানান, কৃষি অফিসের সার্বিক ব্যবস্থাপনায় গমের বীজ উৎপাদনে আমি উদ্ভুদ্ব হয়। পরে গমের বীজ উৎপাদনে করতে ইচ্ছা প্রকাশ করায় কৃষি অফিস আমাকে আমার ১২বিঘা জমিতে গমের বীজ উৎপাদনের জন্য সার্বিক সহযোগিতা করে। এতে আমি সফল হয়। উৎপাদন করি প্রায় ৪ টন গমের বীজ। পরে সেই বীজ বর্তমানে ৪০ থেকে ৫০ টাকা কেজি ধরে নিজ জেলার পাশাপাশি বীরগঞ্জ বগুড়াসহ আরো বিভিন্ন জেলায় সরবরাহ করছি।

[৫] কৃষক মনোরঞ্জন আরো জানান,বীজ উৎপাদন করা চাষাবাদটিতে একটু পরিশ্রম বেশি দিতে হয়। তবে খুব সহজ পদ্বতি। বর্তমানে আমি নগদ টাকায় বীজ বিক্রি করে ব্যাপক লাভবান হচ্ছি। আর বীজ বিক্রিতেও কৃষি অফিস আমাকে সহযোগিতা করছে। আগামীতে আমি আরো বেশি বীজ উৎপাদনের চেষ্টা করবো বলে তিনি জানান।

[৬] উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেনাথ গতকাল শুক্রবার মুঠোফোনে জানান,গমের পাশাপাশি সরিষা, ধানের বীজও উৎপাদনের জন্য কৃষকদের আমরা উদ্ভুদ্ব করছি। পাশাপাশি মসলা জাতীয় চাষাবাদ যেমন আদা পেয়াজ রসুন মরিচ তেজপাতা আবাদ বাড়াতে কৃষকদের উদ্ভুদ্ব করছি। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়