শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২০, ০৬:০১ সকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২০, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘যুবদল নেতা’র ধর্ষণের শিকার শিশুটি পুরুষ দেখলেই আতঙ্কগ্রস্ত

ডেস্ক রিপোর্ট : স্থানীয় মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী শিশুটি (১১)। বাবা মা তৈরি পোশাক কারখানার কর্মী। প্রতিদিন তাকে ঘরে রেখে বাবা মা পোশাক কারখানায় চলে যান। আর এই সুযোগে ওই বাসার কেয়ারটেকার শাজাহান সিকদার (৫০) শিশুটিকে ধর্ষণ করে। তিনি যুবদল নেতা বলে পুলিশ জানায়।

গত ২১ নভেম্বর রাজধানীর রূপনগরে এ ঘটনার পর পুলিশ ধর্ষণকারীকে গ্রেপ্তার করতে পারেনি। ধর্ষণের পর অসুস্থ হয়ে পড়া শিশুটিকে চিকিৎসা শেষে তিন দিন আগে বাসায় নিয়ে আসা হয়। শিশুটি মানসিকভাবে আতঙ্কের মধ্যে রয়েছে। এখন কাউকে দেখলেই ভয় পায় ওই শিশুটি।

পুলিশ বলছে, শিশুটি ট্রমাটাইজড হয়ে গেছে।

ঘটনার বর্ণনা দিয়ে রূপনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গত ২১ নভেম্বর সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। ওই বাড়ির কেয়ারটেকার শাজাহান সিকদার শিশুটিকে ফুসলিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে যায়। ততক্ষণে ধর্ষণকারী শাজাহান সিকদার পালিয়ে যায়।

ওসি আরো বলেন, ধর্ষণের শিকার শিশুটি ট্রমাটাইজড হয়ে গেছে। এখন কাউকে দেখলেই শিশুটি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। অভিযুক্ত ধর্ষক শাজাহান সিকদার স্থানীয় ওয়ার্ড যুবদলের সদস্য ছিলেন। এর আগেও তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য ফেনী ও কুমিল্লায় অভিযান চালানো হয়েছে।

শিশুটির বাবা-মা রূপনগরের একটি তৈরি পোশাক কারখানার কর্মী। ঘটনার সময় তারা শিশুটি বাসায় রেখে কর্মস্থলে যান। পরে খবর পেয়ে শিশুটির বাবা-মা বাসায় আসে। পুলিশকে খবর দেওয়া হলে ওই দিন সন্ধ্যায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।

ঘটনার পরদিন শিশুটির বাবা বাদী হয়ে রূপনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় শাজাহান সিকদার ও তার স্ত্রী শিল্পী বেগমকে আসামি করা হয়। পুলিশ ওই দিন শিল্পী বেগমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

শিশুটির মা জানিয়েছেন, চিকিৎসা শেষে তার সন্তানকে বাসায় আনা হয়েছে। শিশুটি এখনো আতঙ্কে রয়েছে। ৪০/৫০ বছর বয়সের কোনো পুরুষ মানুষ দেখলেই চিৎকার করে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।
সূত্র- দেশরূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়