শিরোনাম
◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২০, ০১:৩৯ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২০, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুইডেন ও স্পেনকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

কূটনৈতিক প্রতিবেদক: [২] বৃহস্পতিবার গণভবনে স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিস্কো ডি বেনিতেজ সালাস ও সুইডিশ রাষ্ট্রদূত অ্যালেক্সেজেন্দ্রা বার্গ ভন লিনডি পৃথকভাবে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে গেলে তিনি এ আহ্বান জানান।

[৩] দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে ব্যবসাবান্ধব পরিবেশ ও সুযোগ-সুবিধা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তৈরি পোশাক ছাড়াও পাট, চামড়া ও ওষুধ খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে।

[৪] উচ্চ প্রযুক্তিগত সুবিধাসম্পন্ন হাইটেক পার্কগুলোতেও সুইডেন ও স্পেন বিনিয়োগ করতে পারে।

[৫] মহামারির কারণে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি হ্রাস পেয়েছে। তবে তার সরকার পরিস্থিতি কাটিয়ে উঠার চেষ্টা করছে।

[৬] দেশের দারিদ্র্য বিমোচনে ভূমিকা, সামাজিক সুরক্ষা কর্মসূচি ও তার মেয়াদের প্রায় ১২ বছরে নারীর ক্ষমতায়ন তুলে ধরেন।

[৭] বাংলাদেশের ডেল্টা প্ল্যান ২১০০ উল্লেখ করে বলেন, তার সরকার কার্যকরভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করছে। স্পেন পানি পথেও বিনিয়োগের বিষয়টি বিবেচনা করতে পারে।

[৮] স্প্যানিশ রাষ্ট্রদূত কোভিড পরিস্থিতি মোকাবিলায় শেখ হাসিনার প্রশংসা করে স্পেন বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও রেলপথে আরও নিবিড়ভাবে কাজ করতে চায় বলে জানান।

[৯] করোনাভাইরাস পরিস্থিতি চলাকালে বাংলাদেশের তৈরি পোশাক সম্পর্কিত ক্রয় আদেশ বাতিল না করায় সুইডেনের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়