শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২০, ০১:২৩ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২০, ০১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমতলীর ৫ হাজার ৪’শ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেল বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার

জিয়া উদ্দিন সিদ্দিকী: [২] বরগুনার আমতলী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে রবি/২০২০-২১ মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষতিগ্রস্থ ৫ হাজার ৪’শ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা পেয়েছে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার।

[৩] বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের গোডাউন সম্মুখে এ সহায়তা কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সিএস রেজাউল করিম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ মাসুমসহ ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা।

[৪] উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে রবি/২০২০-২১ মৌসুমে ধান, গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালিন মুগ ও পরবর্তি খরিপ -১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অধিক ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় প্রতিজনকে ০১ বিঘা জমিতে চাষাবাদের জন্য বরাদ্ধপ্রাপ্ত বোরো ধান ফসলের অনুকুলে ৪০০ জন, গমের অনুকূলে ২২০ জন, ভুট্টা ফসলের অনুকূলে ১০০ জন, সরিষা ফসলের অনুকূলে ৫০ জন, সূর্যমুখী ফসলের অনুকূলে ২৫০০জন, চিনাবাদাম ফসলের অনুকুলে ২০০ জন, শীতকালিন মুগডাল ফসলের অনুকূলে ১২০০জন এবং গ্রীস্মকালীন মুগডালের অনুকূলে ২০ কৃষকসহ মোট ৫ হাজার ৪ শ ৫০ জন প্রান্তিক কৃষককে ৯০ মেট্রিকটন ড্যাপ ও এমওপি সার এবং ৫ মেট্রিকটন বীজ বিনামূল্যে প্রদান করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়