শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ১০:৫১ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশাল শোডাউনে ব্রাহ্মণবাড়িয়ায় দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন মেয়র প্রার্থীরা

এএইচ রাফি: [২] আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন আবেদন ফরম জমা দিয়েছেন প্রার্থীরা। বৃহস্পতিবার ছিল আবেদন ফরম জমা দেওয়ার শেষ দিন।

[৩] এদিন ব্রাহ্মণবাড়িয়া, কসবা ও আখাউড়া পৌরসভার মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী অধিকাংশ প্রার্থী তাদের আবেদন ফরম জমা দিয়েছেন। এরমধ্যে উল্লেখ যোগ্য ছিল ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বর্তমান মেয়র মিসেস নায়ার কবির, সাংবাদিক নেতা সৈয়দ মিজানুর রেজা ও কসবা উপজেলা যুবলীগের সভাপতি এমএ আজিজ।

[৪] বিশাল শোডাউন করে মেয়র পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেতে আবেদনপত্র জমা দিয়েছেন কসবা উপজেলা যুবলীগের সভাপতি এমএ আজিজ। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের ধীরেন্দ্র দত্ত ভাষা চত্বরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কার্যালয়ে তিনি আবেদন ফরম জমা দেন।

[৫] এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার ও কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন ভূইয়া বকুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

[৬] এর আগে কসবা থেকে প্রায় দেড় শতাধিক মাইক্রোবাস, পিকআপ ও প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেল যোগে এমএ আজিজের কর্মী ও সমর্থকেরা ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে আসেন। তারা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে অবস্থান করেন। সরকারি কলেজ মাঠ থেকে প্রায় তিন হাজার কর্মী ও সমর্থকের বিশাল মিছিল নিয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এসময় বাদ্যযন্ত্রের তালে তালে মিছিলকারীরা মেতে উঠে। পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কার্যালয়ে গিয়ে মনোনয়নের আবেদন ফরম জমা দেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়