শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ০১:১৯ রাত
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরহাদ হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

সিলেট প্রতিনিধি : [২] জেলায় চাঞ্চল্যকর কিশোর ফরহাদ হোসেন (১৬) হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার আদেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় আরো একজনকে বেকসুর খালাস দেওয়া হয়।

[৩] বুধবার (২ ডিসেম্বর) বিকেলে সিলেট জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. শরিফ উদ্দিন এ রায় দেন।

[৪] দণ্ডপ্রাপ্তরা হলেন- সিলেটের ওসমানীনগর উপজেলার রনাগলপুর গ্রামের নওয়াব আলীর ছেলে ফয়ছল আহমদ (২০), সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার বাজার উপজেলার দুর্গাপুর গ্রামের শৈলেন্দ্র দাসের ছেলে অমল কুমার দাস (২৮), ঢাকা জেলার কদমতলা থানার শ্যামপুর পালপাড়া গ্রামের হরিপদ দাসের ছেলে সুমন চন্দ্র দাস (২৮)। রায় ঘোষণাকালে তিন আসামিই পলতাক ছিলেন।

[৫] এছাড়া মামলা থেকে খালাস পেয়েছে সিলেট নগরের বিমানবন্দর থানার খাসদবির এলাকার আব্দুর রহমানের ছেলে ফরহাদ আহমদ (১৮)। রায় ঘোষণাকালে তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

[৬] আদালত সূত্র জানায়, ২০১২ সালের ৬ আগস্ট মোবাইল ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে নৃশংসভাবে খুন হন জামালপুর জেলার সরিষা বাড়ি থানার বাইশি দক্ষিণ পাড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে ফরহাদ হোসেন। সিলেট নগরের মাছুদিঘিরপার প্রবাহ-৬০ নং বাসার কলোনীর একটি রুমে এ ঘটনা ঘটে।

[৭] খুনের ঘটনায় কোতোয়ালি মডেল থানার লামাবাজার ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম বাদল বাদী হয়ে কোতোয়ালি থানার হত্যা (মামলা নং ৯(৯)১২ ইং) দায়ের করেন।

[৮] মামলার দীর্ঘ তদন্ত শেষে কোতোয়ালি থানার তৎকালীন এসআই রকিবুল হক ২০১৫ সালের ১ জানুয়ারি ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট (নং ১৮) আদালতে দাখিল করেন। ২০১৬ সালের পহেলা জানুয়ারি অভিযোগ গঠন করে ৪ জনের বিরুদ্ধে বিচার শুরু হয়।

[৯] দীর্ঘ শুনানিকালে ২৭ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার ৩০২ ধারায় তিনজনকে ৩০২ ধারায় দোষী সাব্যস্থ করে যাবজ্জীবন করাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

[১০] রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মফুর আলী ও আসামিপক্ষে অ্যাডভোকেট লাভলী আক্তার, অ্যাডভোকেট আব্দুস সোবহান, অ্যাডভোকেট আব্দুল মজিদ খাঁন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়