শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ০১:১৫ রাত
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অসময়ে তরমুজ চাষ

সোহাগ হাসান: [২] সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় বাগানে অসময়ে বিদেশী জাতের তরমুজ চাষ করে কৃষিতে নতুন সম্ভাবনার স্বপ্ন দেখছেন ফজলুল হক। এ বাগানে প্রায় ৫০ শতক জমিতে উন্নত দুটি থাইল্যান্ডের ব্লাক সুইট-২ ও গোল্ডেন ক্রাউন জাতের তরমুজ চাষ করেছেন। ইতি মধ্যে তরমুজ বিক্রি শুরুও করেছে বাগান মালিক।

[৩] উল্লাপাড়ার চরঘাটিনা এলাকার বাগান মালিক ফজলুল হক বলেন, এ বাগানে বিদেশী জাতের বড়ই, টমোটো, কফিসহ আরো ফসলের চাষ করেছেন তিনি। তরমুজ চাষে লাভবান হবে বলে আশাবাদী তিনি। সরেজমিনে গিয়ে দেখা গেছে, এ বাগানের মাচায় তুলে দেওয়া গাছে বড় ছোট বহু সংখ্যক তরমুজ ধরেছে। প্রতিটি তরমুজ ব্যাগিং করা হয়েছে। ব্যবহার করা হয়েছে নেটের ব্যাগ।

[৪] দেড় থেকে দু’কেজির মধ্যে তরমুজের ওজন হয়েছে। ফজলুল হক আরো বলেন, তরমুজ আরো বড় ও ওজন বাড়বে। রোববার প্রথম ৪৮ কেজি তরমুজ বিক্রির জন্য তোলেন। স্থানীদের কাছে ৬০ টাকা কেজি দরে তা বিক্রি করেছেন। তার আশা সাতে থেকে সোয়া ৭ টণ ফলন মিলবে। তবে স্থানীয় কোন বাজারে নয়, উৎপাদিত তরমুজ ঢাকায় বিক্রি করবেন বলে জানান।

[৫] তিনি ঢাকায় বিক্রির ব্যবস্থাও নিয়েছেন। স্থানীয় কৃষি বিভাগ থেকে এ আবাদে পরামর্শ নেওয়া হয়ে থাকে বলে জানান। উপজেলা কৃষি অফিস জানান, তরমুজের আবাদের পিছনে প্রযুক্তি সহায়তার পাশাপাশি বিভিন্ন রাসায়নিক সারের সহায়তা দেওয়া হয়। কৃষি বিভাগের আশা অনেকেই এর আবাদে আগ্রহী হবেন। এছাড়া সার্বক্ষনিক যোগাযোগ রেখে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়ে থাকে বলে জানা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়