শিরোনাম

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ১১:২৫ দুপুর
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিসিএস পরীক্ষায় অংশগ্রহণে এ্যাপিয়ার্ড সনদের দাবিতে শেকৃবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

শরীফ শাওন: [২] শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শিক্ষার্থীদের ৭৫তম ব্যাচ শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। বুধবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেয়।

[৩] আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ৪৩তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সনদের অভাবে আমরা আবেদন করতে পারছি না। কৃষি অনুষদের চার বছরের স্নাতক কোর্স সম্পন্ন করতে ১ বছর বেশি সময় নষ্ট হয়। করোনার কারণে এবার পাঁচ বছর পেরিয়ে গেলেও সপ্তম সেমিষ্টার শেষ হলো না। এ বিষয়ে ৩টি লিখিত দাবি উপাচার্যের কাছে জমা দেয়া হয়েছে।

[৪] দাবিগুলো হলো- সপ্তম সেমিস্টারের সিটি ও কুইজের ৫০ শতাংশ এবং বিগত ৬ সেমিস্টারের ফলাফল গড় করে ৭ম সেমিস্টারের চূড়ান্ত ফলাফল ঘোষণা অথবা ডিসেম্বর মাসের মধ্যে সপ্তম সেমিস্টারের ফাইনাল পরীক্ষা নিয়ে ফলাফল ঘোষণা করা; জানুয়ারি মাসের মধ্যে অষ্টম সেমিস্টারের চূড়ান্ত থিওরি পরীক্ষা শেষ করে এ্যাপিয়ার্ড সনদ প্রদান করা; ফেব্রুয়ারির মধ্যে অনার্সের চূড়ান্ত ফলাফল প্রকাশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়