শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ১০:২৮ দুপুর
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে দশ বছরে নদীগর্ভে বিলীন ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান

জাহাঙ্গীর লিটন: [২] জেলার কমলনগর উপজেলায় মেঘনা নদীর ভয়াবহ ভাঙ্গনে বিগত ১০ বছরে নদীগর্ভে বিলীন হয়েছে ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভাঙনের মুখে রয়েছে আরো ৩টি স্কুল। সম্প্রতি মেঘনার ভাঙনে নদীগর্ভে আরো ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বিলীন হয়ে গেছে। এবারের ভাঙনে বিলীন হওয়া বিদ্যালয়গুলো হলো- চরফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয়, লুধুয়া ফলকন ফয়েজুন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর জগবন্ধু মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

[৩] এর মধ্যে লুধুয়া ফলকন ফয়েজুন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর জগবন্ধু মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আগেও ভাঙনের কবলে পড়ে স্থানান্তরিত হয়। তবে বেশি দিন স্থায়ী হতে পারেনি, ফের ভাঙনের কবলে পড়ে। জানা গেছে, বিগত কয়েক বছরের মেঘনার অব্যাহত ভাঙনে মতিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালতলি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর জগবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর-পশ্চিম চর জগবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য চর জগবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ-পূর্ব চর জগবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ-পূর্ব লরেন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম চর লরেন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর লরেন্স খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর চরকালকিনি কে আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডিএস ফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙনের মুখে পড়ে বিভিন্ন স্থানে স্থানান্তরিত হয়েছে। স্থানান্তরিত হওয়া এসব বিদ্যালয়ের মধ্যে উত্তর চরকালকিনি আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালতলি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ফের ভাঙনের মুখে রয়েছে।

[৪] এছাড়া চর জগবন্ধু একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে মেঘনা নদী ধেয়ে আসছে। এবারের বর্ষা মৌসুমে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া চর জগবন্ধু মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থানান্তরের জন্য পাটারিরহাট ইউনিয়ন চেয়ারম্যান এ্যাডভোকেট নুরুল আমিন রাজুসহ স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় ক্রয়কৃত জমিতে ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে দ্রুত স্থানান্তরিত হবে বলে জানা গেছে। এছাড়া চর ফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয় আইয়ুবনগরের হাজী সিরাজুল ইসলাম আইয়ুবের দানকৃত জমিতে ও লুধুয়া ফলকন ফয়েজুন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় চর জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা আবু ছায়েদ দোলনের দানকৃত জমিতে স্থানান্তরিত হচ্ছে।

[৫] এ প্রসঙ্গে কমলনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান বলেন, বিগত সময়ে মেঘনার অব্যঅহত ভাঙনে বিলীন হয়ে যাওয়া বিদ্যালয়গুলো বিভিন্ন স্থানে স্থানান্তরিত হয়েছে। এবারের ভাঙনে বিলীন হয়ে যাওয়া বিদ্যালয়গুলো স্থানান্তরিত হওয়ার জন্য প্রস্তুতি চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়