শিরোনাম
◈ গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ চলছে, দায়ী ইসরায়েল: ইইউ ◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি ◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয় 

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ০৯:২১ সকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরও ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ২১৯৮, সুস্থ ২৫৬২

লাইজুল ইসলাম : [২] বুধবার (২ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত কোভিড বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৩] কোভিডের ২৭০তম দিনে ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ১১৮টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৯৭২ জনের। এপর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৮ লাখ ৪ হাজার ১৭৪ জন। মোট শনাক্ত ৪ লাখ ৬৯ হাজার ৪২৩ জন। মোট মারা গেছেন ৬৭১৩ জন।

[৪] মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৮৫ হাজার ৭৮৬। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২ দশমিক ১৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২৫ জন পুরুষ ও ১৩ জন নারী।

[৫] এ পর্যন্ত মৃত্যুবরণ করা ৬,৭১৩ জনের মধ্যে ৫ হাজার ১৪১ জন পুরুষ ও ১,৫৭২ জন নারী। বর্তমানে মোট কোয়ারেন্টিনে রয়েছেন ৪১ হাজার ৩৯ জন ব্যক্তি। আর, আইসোলেশনে রয়েছেন ১২ হাজার ৯০১ জন। উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ই মার্চ আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ই মার্চে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়