শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ০৭:৫১ সকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ০৭:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রথম করোনাভ্যাকসিন হিসেবে যুক্তরাজ্যে ব্যবহারের লাইসেন্স পেলো ফাইজার-বায়োএনটেক

আসিফুজ্জামান পৃথিল: [২] যুক্তরাজ্য প্রথম পশ্চিমা দেশ, যারা করোনাভাইরাস মোকাবেলায় অতি ঝুঁকিতে থাকা ব্যক্তিদের ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিলো। দেশটির মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটারি অথারিটি (এমএইচআরএ) এই অনুমোদন প্রদান করে। ১ জানুয়ারি থেকে ব্রেক্সিট কার্যকর হবে। একই দিন থেকে সরকারকে নিজেদের ইচ্ছেমতো ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিলো এমএইচআরএ। দ্য গার্ডিয়ান

[৩] কোম্পানিটি জানিয়েছে, অল্প কয়েকদিনের মধ্যেই যুক্তরাজ্যে পৌঁছে যাবে ভ্যাকসিনটির প্রথম চালান। এই ভ্যাকসিনের ৪ কোটি ডোজ কিনেছে দেশটি। চুড়ান্ত ট্রায়ালে ভ্যাকসিনটি ৯৫ শতাংশ কার্যকারীতা দেখিয়েছে।’ স্টার ইউকে

[৪] ফাইজারের চেয়ারম্যান ও সিইও অ্যালবার্ট বউরলা বলেন, ‘যুক্তরাজ্যে আজকের জরুরী ব্যবহারের অনুমোদন কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে একটি ঐতিহাসিক পদক্ষেপ। আমরা যেদিন গবেষণা শুরুর ঘোষণা দেই, তখন থেকেই এই দিনের প্রতিক্ষায় ছিলাম। আমরা অন্য দেশেও অনুমোদনের অপেক্ষায় আছি। আমরা অবশ্যই সেরা জিনিসটাই দিতে চাই।’ ডেইলি মেইল

[৫] এই ভ্যাকসিনটি মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্সন করতে হবে। তবে কোম্পানিটি এখন বলছে, ৫ দিন পর্যন্ত সাধারণ ফ্রিজে ২ থেকে ৮ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটি সংরক্ষণ করা যাবে। জানা গেছে, যুক্তরাজ্যে যারা ভ্যাকসিন প্রদান আর রক্ষণাবেক্ষণ করবেন, তাদেরকেই সবার আগে সেটি প্রদান করা হবে। এরপরেই পাবেন ৮০ বছরের বেশি বয়সী আর ন্যাশনাল হেলথ সার্ভিসের কর্মীরা। দ্য সান

[৬] ফাইজার ও বায়োএনটেক জানায়, যৌথভাবে তারা সারাবিশ্বে এ বছর ৫ কোটি ভ্যাকসিন দিতে পারবে। আর ২০২১ সালের শেষ নাগাদ দিতে পারবে ১৩০ কোটি ডোজ। যেহেতু সবার আগে অনুমোদন দিয়েছে, তাই অগ্রাধিকার ভিত্তিতেই পাবে লন্ডন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়