শিরোনাম
◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ০৬:৫২ সকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিক ইউসুফের শিশু পুত্র রাফি আর নেই

রাজবাড়ী প্রতিনিধি: [২] রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকা ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ ইউসুফ মিয়ার শিশু পুত্র বেন-ইয়ামিন রাফি (৩) আর নেই ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক মো: ইউসুফ মিয়া।

[৩] বুধবার ( ২ ডিসেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু রাফি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

[৪] রাফি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার মাথার বাম পাশে কানের উপরে পানি জমে থাকা এবং ২টি টিউমার শনাক্ত হয়েছিল।

[৫] বুধবার বাদ আছর শ্রীপুর লজ্জাতুন নেছা কামিল মাদ্রাসা প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে তাকে হোসনাবাদ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

[৬] শিশু রাফির মৃত্যুতে রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খোন্দকার আবুল মতিন, রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক শিহাবুর রহমান, বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাব, পাংশা উপজেলা প্রেসক্লাব, গোয়ালন্দ প্রেসক্লাব ও কালুখালী উপজেলা প্রেসক্লাবের সকল গণমাধ্যামকর্মীরা শোক প্রকাশ করেছেন।

[৭] পরিবার সূত্রে জানা যায়, ২০ সেপ্টেম্বর রাতে রাফি’র শরীরে জ্বরের উপসর্গ দেখা দিলে জ্বরের ওষুধ (প্যারাসিটামল সিরাপ) খাওয়ানো হয়। পরদিন সকালে ঘুম থেকে উঠার পর দেখা যায় রাফি’র বাম চোয়াল বেশ খানিকটা বাঁকা হয়ে গেছে। তখন তাকে রাজবাড়ী সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ গোলাম ফারুকের কাছে নিয়ে যাওয়া হয়।

[৮] ৩ দিন তার ওষুধ খাওয়ানোর পরও কোনও উন্নতি না হওয়ায় ২৪ সেপ্টেম্বর রাফি’কে রাজবাড়ী ডক্টরস কেয়ারের চেম্বারে নিয়ে আরেকজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক মোঃ মিজানুর রহমানকে দেখানো হয়। তিনি ৫ দিনের ওষুধ দেন। ৫ দিন ওই ওষুধ খাওয়ানোর পরও কোন উন্নতি না হওয়ায় ১ অক্টোবর আবারও রাফি’কে ডাঃ মিজানুর রহমানের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি ওষুধ পরিবর্তন করে দেন। সেই ওষুধ ৩ দিন খাওয়ানোর পরও কোন পরিবর্তন না হওয়ায় ৪ঠা অক্টোবর রাফি’কে ফরিদপুর জেনারেল হাসপাতালের কনসালট্যান্ট (শিশু) ডাঃ খন্দকার মোঃ আব্দুল্লা হিস সায়াদকে দেখানো হয়।

[৯] তিনি বিভিন্ন ধরণের টেস্ট দেন। টেস্টগুলো করানোর পর তিনি ওই দিনই রাফি’কে ফরিদপুরের আরোগ্য সদন নামক একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেয়া শুরু করেন। সেখানে কিছুটা উন্নতি হওয়ার পর তিনি ৭ অক্টোবর রাফি’কে রিলিজ করে বাড়ীতে পাঠিয়ে দেন।

[১০] বাড়ীতে আনার একদিন পরই রাফি আবারো অসুস্থ হয়ে পড়লে বিষয়টি ডাঃ সায়াদকে জানানোর পর তিনি রাফি’কে ঢাকার এনআইএনএসে (ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল) নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

[১১] পরে ৩১ ডিসেম্বর সোমবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাফি’র অপারেশন করা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়