শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ০৬:১২ সকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়ান ব্যাংকে খেলাপি হলো লিবার্টি গ্রুপের চার প্রতিষ্ঠান

ডেস্ক রিপোর্ট: সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ ইলিয়াস, যার মালিকানাধীন চট্টগ্রামভিত্তিক পোশাক খাতের ব্যবসায়িক গ্রুপ লিবার্টি। এ গ্রুপের লিবার্টি পলি জোন (বিডি) লিমিটেড, লিবার্টি অ্যাকসেসরিজ (বিডি) লিমিটেড, সানরাইজ অ্যাকসেসরিজ লিমিটেড এবং চিটাগাং কাটুনস লিমিটেডের কাছে বেসরকারি ওয়ান ব্যাংক লিমিটেডের ১৪২ কোটি ৫৯ লাখ টাকা খেলাপি পাওনা আছে।  শেয়ার বিজ নিউজ

এ পাওনা আদায়ে ব্যাংক কর্তৃপক্ষ বেশ কয়েকবার তাগাদা দিলেও মালিকপক্ষ পাওনা পরিশোধ করেনি। ফলে ব্যাংকটির চান্দগাঁও শাখা বন্ধকি থাকা চট্টগ্রামের বিভিন্ন মৌজার ১৭৯ ডিসিমেল জমি নিলামে বিক্রয়ের উদ্যোগ নিয়েছে। এ নিলাম আগামী ১৩ জানুয়ারি সংশ্লিষ্ট শাখায় অনুষ্ঠিত হবে।

ওয়ান ব্যাংক লিমিটেড চান্দগাঁও শাখা সূত্রে জানা যায়, চট্টগ্রামভিত্তিক লিবার্টি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইলিয়াস দীর্ঘদিন ধরে গার্মেন্টস খাতে ব্যবসা করছেন। তিনি ব্যবসায়িক সাফল্য ও সুনামকে পুঁজি করে তার মালিকানাধীন লিবার্টি পলি জোন (বিডি) লিমিটেড, লিবার্টি অ্যাকসেসরিজ (বিডি) লিমিটেড, সানরাইজ অ্যাকসেসরিজ লিমিটেড এবং চিটাগাং কাটুনস লিমিটেডের নামে ওয়ান ব্যাংক লিমিটেড চান্দগাঁও শাখা ২০১৪ সালে ঋণ সুবিধা গ্রহণ করে।

প্রথমদিকে ঋণের পাওনা পরিশোধ নিয়মিত থাকলেও পরে অনিয়মিত হয়ে পড়ে কোম্পানিগুলো। বেশ কয়েকবার পাওনা আদায়ে তাগাদা দিলেও মোহাম্মদ ইলিয়াস পাওনা পরিশোধ করেনি। ফলে গত ৩১ অক্টোবর খেলাপি হয়ে পড়ে চার প্রতিষ্ঠানের নামে নেওয়া ঋণ। এ সময়ে প্রতিষ্ঠানগুলো কাছে সুদাসলসহ মোট পাওনার পরিমাণ ১৪২ কোটি ৫৯ লাখ ৯৪ হাজার ১৩৯ টাকা। আর এ পাওনা আদায়ে লিবার্টি গ্রুপের মালিকানাধীন চট্টগ্রামের পাহাড়তলী, বাকলিয়া, আনন্দকিল্লা, চান্দগাঁও এলাকার মোট ২৭৯ দশমিক ৭৫ ডিসিমেল জমি নিলামে বিক্রয়ের উদ্যোগ নিয়েছে চাঁন্দগাও শাখা। আগামী ১৩ জানুয়ারি সংশ্লিষ্ট শাখায় এ নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হবে। এতে আগ্রহী ক্রেতা ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রয়োজনীয় শর্ত পূরণ করে অংশগ্রহণ করতে পারবেন।

পাওনাদার ব্যাংক সূত্রে জানা যায়, প্রথমদিকে সাফল্যের ধারাবাহিকতায় ব্যবসার ক্রমেই প্রসার ঘটিয়েছেন মোহাম্মদ ইলিয়াস। গড়েছে একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠান। বাড়িয়েছে সম্পত্তির পরিমাণও। হয়েছেন সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের উদ্যোক্তা পরিচালকও। কিন্তু ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা ও সম্পদ বাড়ালেও কয়েক বছর ধরে লিবার্টি গ্রুপ ব্যাংকের ঋণ পরিশোধ করছে না বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট পাওনাদার ব্যাংকগুলো। এমনকি বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছে। লিবার্টি গ্রুপের কাছে ওয়ান ব্যাংক ছাড়াও এবি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, মেঘনা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এনসিসি ব্যাংকসহ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের বড় অঙ্কের পাওনা রয়েছে।

অপরদিকে তথ্যমতে, লিবার্টি গ্রুপের মালিকানাধীন একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় ৪০টির মতো বন্ড ফাঁকির মামলা করেছিল চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের। এর মধ্যে সর্বোচ্চ বেশি রাজস্ব ফাঁকির অভিযোগ লিবার্টি এন্টারপ্রাইজ লিমিটেডের বিরুদ্ধে। এছাড়া চিটাগং কার্টন লিমিটেড, নিউ কার্টন প্যাক, এমি অ্যাকসেসরিজ বিডি প্রাইভেট লিমিটেড, লিবার্টি পলি জোন বিডি লিমিটেড, সানরাইজ অ্যাকসেসরিজ, লিবার্টি অ্যাকসেসরিজ (বিডি) লিমিটেড ও ইমতি পলি অ্যান্ড প্যাকেজিং ইত্যাদির বিরুদ্ধে রপ্তানির শর্তে আমদানি করা কাঁচামাল খোলাবাজারে বিক্রির অভিযোগে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ওয়ান ব্যাংক লিমিটেড চান্দগাঁও শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মাহবুব মোরশেদ শেয়ার বিজকে বলেন, লিবার্টি গ্রুপের কাছে আমাদের ১৪২ কোটি টাকা পাওনা থাকায় ঋণের বিপরীতে বন্ধকিতে থাকা সম্পত্তি নিলামে বিক্রয়ের উদ্যোগ নিয়েছি। তবে এটাকে খেলাপি ঋণ বলা যাবে না।

খেলাপি না হলে কীভাবে পাওনা আদায়ে নিলাম প্রক্রিয়া করছেনÑএর উত্তরে তিনি বলেন, আমরা ৩১ অক্টোবর পর্যন্ত পাওনা আদায়ে এ নিলাম প্রক্রিয়া করতে যাচ্ছি। এটাও পাওনা আদায়ের একটি প্রক্রিয়া। এর বেশি কিছু আমি বলতে পারব না।

খেলাপি ঋণ বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হয় লিবার্টি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইলিয়াছের সঙ্গে। কিন্তু তার ব্যক্তিগত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি। ফলে মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়