শিরোনাম

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ০২:০৭ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সগিরা মোর্শেদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ

ডেস্ক রিপোর্ট : তিন দশক আগে রাজধানীর সিদ্ধেশ্বরীতে চাঞ্চল্যকর সগিরা মোর্শেদ হত্যা মামলায় তার ভাসুর ডাক্তার হাসান আলী চৌধুরীসহ চারজনের বিরুদ্ধে অসমাপ্ত অভিযোগ গঠন শুনানি আজ।
বুধবার, দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে এ অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে ২৬শে নভেম্বর মামলার আংশিক শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় আইনজীবীরা আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। আলোচিত এ মামলায় আগেও তিন বার অভিযোগ গঠন শুনানি পিছিয়ে যায়।

গত ৯ই মার্চ ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ পিবিআইয়ের দেয়া অভিযোগপত্র গ্রহণ করেন। গত ১৬ই জানুয়ারি ঢাকা মহানগর হাকিম আদালতে সগিরার ভাসুরসহ চারজনকে আসামি করে ১ হাজার ৩০৯ পৃষ্ঠার একটি অভিযোগত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক রফিকুল ইসলাম।

প্রসঙ্গত, ১৯৮৯ সালে সাগিরা মোর্শেদ সালাম ভিকারুননিসা নূন স্কুল থেকে মেয়েকে আনতে গিয়ে ছিনতাইকারীতের হাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান।
সূত্র- ডিবিসি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়