শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ০৭:৩৮ সকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহাম্মদ আলী বোখারী: ‘চে’-এর মতো ফিদেল ক্যাস্ট্রোর প্রতিকৃতি কি আরাধ্য হবে?

মোহাম্মদ আলী বোখারী, টরন্টো থেকে: ফুটবল লিজেন্ড দিয়েগো ম্যারাডোনার সাম্প্রতিক প্রয়াণে তার ডান বাহু ও বা পায়ে অঙ্কিত ট্যাটু যথাক্রমে ‘চে’ ও ‘ফিদেল’-এর প্রতিকৃতিটি সকলের নজর কেড়েছে এবং রাষ্ট্রীয় সম্মানকালীন আর্জেন্টিনার টিভি চ্যানেল টুয়েন্টি সিক্সে তা বারংবার প্রদর্শনে ওই প্রশ্নটি জেগে উঠেছে।

বাস্তবে কিউবার এল কমান্ডেন্টে ফিদেল ক্যাস্ট্রোর শেষ ইচ্ছা ছিল তার সম্মানে কোনো স্মৃতিস্তম্ভ গড়ে ব্যক্তিবন্দনা যেনো করা না হয়। সে কথা কিউবার বর্তমান প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো পুর্ণব্যক্ত করে বলেছেন, তার ভাই ‘স্মৃতিস্তম্ভ, ভাস্কর্য, মূর্তি বা শ্রদ্ধা প্রদর্শনের অনুরূপ কোনো কিছু করাকে’ প্রত্যাখ্যান করে গেছেন। সে কারণে ফিদেলের স্মৃতিস্তম্ভ ও স্মরণক্ষেত্র নির্মাণে ২০১৬ সালে কিউবার জাতীয় সংসদ আইন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

তথাপি দেশব্যাপি সর্বত্র ফিদেলের প্রতিকৃতি এবং একমাত্র গম্বুজসাদৃশ্য ‘সেন্টিয়াগো ডি কিউবা’ হচ্ছে জনসাধারণের জন্য ফিদেলের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানানোর স্থান, যেখানে ৯০ বছর বয়সী সংগ্রামী নেতার দেহভস্ম সমাধিস্থ হয়েছে। এই শহরকে বলা হয় ‘কিউবা বিপ্লবের দোলনা’ এবং ফিদেল নিজেই সেখানে বিপ্লবী সাংবাদিক হোঁসে মার্টি-র পাশে সমাহিত হতে চেয়েছেন। তিনি নিজেকে ‘কিউবার পথপ্রদর্শক’ মনে করতেন এবং সেভাবেই শ্রদ্ধাভাজন রয়েছেন। তথাপি বিশ্ব দেখেছে আর্জেন্টিনার বিপ্লবী আর্নেস্টো ‘চে’ গুয়েভারার প্রতিকৃতি সংবলিত উপকরণগুলো সর্বত্র বিরাজমান। তা হলে ফিদেল কি পরবর্তী চে হতে চলেছেন?

  • সর্বশেষ
  • জনপ্রিয়