আফরোজা সরকার: [২] রংপুরের ছদ্মবেশে সরকারি সেবাপ্রার্থী সেজে বিভিন্ন অফিসে গেলেন ম্যাজিস্ট্রেট।
[৩] এসয় রংপুরে বেশ কয়েকটি সরকারি অফিসে অভিযান চালিয়ে ২ জন দালালকে আটক করে কারাদন্ড প্রদান করেন রংপুর জেলা প্রশাসন। রংপুর এর এক্সিকিউটিভ ও ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। মঙ্গলবার (০১ নভেম্ভর) সকালে ১১ টায় পরিচালিত অভিযানে দালালচক্রের সদস্যদের হাতেনাতে গ্রেপ্তার করেন।
[৪] জানাগেছে, তিনি রংপুর নগরীর জোনাল সেটেলমেন্ট অফিস, বিআরটিএ অফিস, পাসপোর্ট অফিসসহ বেশ কয়েকটি অফিসে অভিযান পরিচালনা করেন। এসময় -২ জনকে গ্রেপ্তার করে মোবাইল কোর্ট পরিচালনায় কারাদন্ড প্রদান করা হয়।
[৫] রংপুর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, কারাদন্ডপ্রাপ্তরা হলেন, নগরীর মুন্সিপাড়া এলাকার লাভলু হোসেন ও সাতগড়া মিস্ত্রিপাড়া এলাকার রবিউল ইসলাম। দালালচক্রের কার্যক্রম প্রতিরোধে জেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে। সম্পাদনা: সাদেক আলী