শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ১১:২৪ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার শেরপুরে ২ ট্রাক সার জব্দ: ২ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আবু জাহের: [২] বগুড়ার শেরপুর উপজেলায় জব্দ হওয়া দুই ট্রাক সরকারি ইউরিয়া সার উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত কার্যালয় এই মামলা করে। মামলায় মেসার্স শাহীন ট্রের্ডাসের সাজ্জাদুল হক ও গ্লোবাল লিংকের তাহেরা হোসেনকে অভিযুক্ত করা হয়।

[৩] মঙ্গলবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে দুদকের সহকারী পরিচালক ও মামলার বাদী আমিনুল ইসলাম এ কথা নিশ্চিত করেন। তিনি জানান, মেসার্স শাহীন ট্রের্ডাস সদরের শাখারিয়া ইউনিয়নের এবং গ্লোবাল লিংকের নিশিন্দারা নেংরা বাজার এলাকার সরকারি সার ডিলার। তাদের নির্ধারিত সার এই এলাকাতেই বিক্রি করতে হবে।

[৪] কিন্তু এই দুই ডিলার যোগসাজস করে নকল চালান তৈরি করে কালোবাজারে সার বিক্রির চেষ্টা করেছিল। সারগুলো নিয়ে যাওয়ার সময় র‌্যাব সেগুলো ধরে ফেলে। সহকারী পরিচালক জানান, পরে র‌্যাবের কাছে থেকে সব কিছু বুঝে নিয়ে দুদক খোঁজখবর করে। এতে ঘটনার সত্যতা পাওয়ায় দুইজনকে আসামী করে আজকে মামলা দায়ের করা হয়। দুদক সূত্রে জানায়, উদ্ধার হওয়া দুই ট্রাকে ৪০ মেট্রিক টন সরকারি ইউরিয়া সার ছিল। এর বাজার মূল্য ১০ লাখ ৪০ হাজার টাকা।

[৫] উল্লেখ্য, গত ১ নভেম্বর বগুড়া বাফার গুদাম থেকে সার বের করে অবৈধভাবে অন্য জেলায় নেওয়ার সময় ২ কার্গো ইউরিয়া জব্দ করা হয়েছে। রোববার রাত আটটার দিকে বগুড়ার শেরপুর উপজেলার সাউদিয়া রেস্টুরেন্টের সামনে দুটি কার্গো জব্দ করা হয়।

[৬] এ সময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ, উপজেলা কৃষি কর্মকর্তা, সরকারের একটি বিশেষ বাহিনীর কর্মকর্তা, হাইওয়ে পুলিশের কর্মকর্তা ও র‌্যাব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

[৭] ওই সময় সরকারি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানিয়েছিলেন, বগুড়ার বাফার গুদাম থেকে দুটি কার্গো ট্রাকে ইউরিয়া সার অবৈধভাবে খুলনা বিভাগের ঝিনাইদহ নেওয়া হচ্ছিল গোপন সংবাদ ছিল। এই বিষয়টি জানার পর অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে দুটি কার্গো ঢাকা মেট্রো-ট ২০৪৪০৪ ও ২২৪৯০৩ দুটি কার্গো ট্রাক জব্দ করা হয়। এ সময় দুই কার্গোর ২ চালক ও ২ সহকারিকে আটক করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়