শিরোনাম
◈ বুটেক্সকে তথ্য প্রযুক্তি ও বিশ্ব পরিস্থিতির বিবেচনায় শিক্ষা কার্যক্রম পরিচালনার নির্দেশ রাষ্ট্রপতির ◈ স্বর্ণের দাম কমলো ◈ হলমার্ক কেলেঙ্কারির রায় ঘোষণার সময় পালিয়ে গেলেন জামাল উদ্দিন সরকার ◈ ২৯ কৃষি পণ্যের মূল্য নির্ধারণ বাস্তব বিবর্জিত: দোকান মালিক সমিতি ◈ তিন মাসের মধ্যে সালাম মুর্শেদিকে বাড়ি ছাড়তে হবে: হাইকোর্ট  ◈ সরকারের হাত থেকে রক্ষা পেতে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: বিএনপি ◈ সরকারের ফাঁদে পা দেইনি, দল ছাড়িনি, ভোটেও যাইনি: মেজর হাফিজ ◈ আমার একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: স্বাস্থ্যমন্ত্রী ◈ জিম্মি জাহাজ উদ্ধারে অভিযান নয়, আলোচনা চায় মালিকপক্ষ ◈ বিএনপিকে আমরা কেন ভাঙতে যাবো, প্রশ্ন ওবায়দুল কাদেরের 

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ০৬:১০ সকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজকের খুদে বিজ্ঞানীরা একদিন বিজ্ঞান প্রযুক্তির উৎকর্ষতার মাধ্যমে দেশকে সমৃদ্ধ করবে: আলী আজম মুকুল

মনিরুজ্জামান: [২] ভোলার বোরহানউদ্দিনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে “পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যের উপর ভিত্তি করে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণের আয়োজন করেছে উপজেলা প্রশাসন। ভোলা -২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল মেলা প্রাঙ্গণে এসে বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

[৩] করোনা মহামারির কারণে সামাজিক দূরত্ব ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে রোববার (৩০ নভেম্বর) সকাল ১০টায় মেলার কার্যক্রম শুরু হয় উপজেলা পরিষদের হল রুমে। এতে বিশেষ ক্যাটাগরিতে ১টি সহ মোট ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের খুদে বিজ্ঞানীরা অংশগ্রহণ করে।

[৪] জুনিয়র, সিনিয়র ও বিশেষ মোট ৩টি ক্যটাগরিতে অংশগ্রহণকারী খুদে বিজ্ঞানীরা তাদের বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট উপস্থাপন করেন। এতে জুনিয়র( স্কুল) ক্যাটাগরিতে গ্যস লিকেজ ডিটেক্টর নামক ডিভাইস তৈরী ও প্রকল্প উপস্থাপনের জন্য স্থানীয় কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মাহির আশহাব লাবিব প্রথম স্থান অধিকার করে সেরা উদ্ভাবকের পুরস্কার ও সনদ অর্জন করেন । এ ক্যাটাগরিতে ২য় স্থান অর্জন করে মানিকা মাধ্যমিক বিদ্যালয় ও ৩য় স্থান অর্জন করে উপজেলা প্রশাসন স্কুল।

[৫] অন্যদিকে সিনিয়র ( কলেজ পর্যায়) ক্যাটাগরিতে ১ম ও ২য় স্থান অর্জন করে ভোলা পলিটেকনি্ক ইনস্টিটিউট এবং ৩য় স্থান অর্জন করে বোরহানউদ্দিন মহিলা ডিগ্রি কলেজ।

[৬] বিশেষ ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় স্থান সহ ৩টি পুরস্কারই লাভ করে উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের খুদে বিজ্ঞানীরা।

[৭] এর আগে সকাল ১০ টায় উপজেলা প্রশাসন বোরহানউদ্দিনের আয়োজনে অনুষ্ঠিত এই মেলার প্রথম পর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল ।

[৮] এসময় তিনি আশা প্রকাশ করে বলেন, “ মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে আজকের খুদে বিজ্ঞানীদের ছোট ছোট উদ্ভাবনী প্রয়াস আমাদের দেশের জন্য অনেক বড় সাফল্য নিয়ে আসবে। “ আতপর তিনি বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন এবং মেলার আয়োজক ও অংশগ্রহণকারী খুদে বিজ্ঞানীদের প্রশংসা করেন।

[৯] উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সোয়াইব আহমাদ এর স্বাগত বক্তব্য ও যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম ও উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়