শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ০২:৫১ রাত
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ অবহেলার কারণে রোগীর মৃত্যু বাড়ছে, অসুস্থ হলেই পরামর্শ নেয়ার আহ্বান চিকিৎসকদের

লাইজুল ইসলাম: [২] গেলো এক সপ্তাহ ধরে মৃত্যুর সংখ্যা বাড়ছে। এমনটি চলতি মাসে মৃত্যু ও আক্রান্তু দুটোই বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বিশেষজ্ঞরা দোষ চাপাচ্ছেন সরকারের কোভিড ব্যবস্থাপনার ওপরে।

[৩] রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোভিডের প্রথম থেকেই করোনা রোগীদের চিকিৎসা চলছে। এই হাসপাতালের চিকিৎসক ডা. সাইফুল বারি জানান, চলতি মাসে রোগী সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। এসব রোগী বেশির ভাগ শেষ সময়ে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে এসেছেন। তারা শুরুতে করোনা টেস্ট করেনি। পরে এদের অনেকেই আইসিইউ পর্যন্ত গিয়েছে। কেউ সুস্থ্য হয়েছেন, আবার মৃত্যু হয়েছে।

[৪] মৃত্যু হার বাড়ার কারণ বলতে গিয়ে করোনা চিকিৎসক ডা. মাকসুদা জাহান আখি জানান, করোনা প্রায় পুরো ফুসফুস জুড়ে ছড়িয়ে পরেছে। এই রোগীদের বাঁচিয়ে রাখা কঠিন হয়ে পরে। অক্সিজেন বা হই ফ্লো নেজাল ক্যানোলাতেও কাজ হয় না।

[৫] জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সাইফুল ইসলাম বলেন, এতে দ্বায় রোগীদের যতটুকু সরকারেরও ততটুকু। প্রথম থেকেই বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক ও পরে কোভিড টেস্টের টাকা নির্ধারণ দুটাই খুব বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে মানুষের মধ্যে।

[৬] স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল পরিচালক ফরিদ মিয়া বলেন, সারা দেশে আমাদের বেড খালি আছে। হাতে পর্যাপ্ত কিট আছে। ১১৮টি ল্যাবে করোনা টেস্ট হচ্ছে। মানুষ যদি টেস্ট না করে তাহলে আমরা কি করতে পারি। সবার প্রতি তিনি আহ্বান জানান, শরীরে করোনার সিমটম বা সন্দেহ হলেই টেস্ট করুন। চিকিৎসকদের পরামর্শ নিন। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়