শিরোনাম
◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ০৯:৩২ সকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]খান আতাউর রহমান বাংলা চলচ্চিত্রের বহুমাত্রিক প্রতিভার উজ্জ্বল পথিকৃৎ [২]তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘জাগো হুয়া সাভেরা’

আব্দুল্লাহ মামুন: [৩] খান আতাউর রহমান মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার রামকান্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা জিয়ারত হোসেন খান এবং মা যোহরা খাতুন। মা আদর করে ‘তারা’ বলে ডাকতেন। তিনি ১৯৩৭ সালে ঢাকা জেলা সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। তার প্রথম স্ত্রী শার্লি। ১৯৫৮ সালে লন্ডন থাকাকালীন তাকে বিয়ে করেন। ১৯৬০ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।[৪] ১৯৬০ সালে কণ্ঠশিল্পী মাহবুবা রহমানকে বিয়ে করেন এবং ১৯৬৮ সালে তৃতীয় স্ত্রী নীলুফার ইয়াসমীনকে বিয়ে করেন। মাহবুবা রহমানের ঘরে জন্ম নেন কণ্ঠশিল্পী রুমানা ইসলাম। আর নিলুফারের ঘরে জন্ম নেন গায়ক ও অভিনেতা খান আসিফ আগুন। [৫] খান আতাউর রহমান একাধারে চলচ্চিত্র অভিনেতা, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, গায়ক, চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, কাহিনীকার, বেতার ও টিভির জনপ্রিয় উপস্থাপক এবং প্রযোজক, কবিতা, ছোটগল্প, প্রবন্ধ রচনা এবং সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন।
[৬] তিনি চলচ্চিত্রে অবদানের ৯টি পুরস্কার লাভ করেন। এর মধ্যে রয়েছে পাকিস্তান চলচ্চিত্র উৎসব পুরস্কার, নিগার পুরস্কার, মস্কো ও তাসখন্দ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ১৯৯৭ সালের ১ ডিসেম্বর মস্তিস্কে রক্তক্ষরণের ফলে মৃত্যুবরণ করেন। সম্পাদনা: রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়