শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ০৬:৩৯ সকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ০৬:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় টাকার জন্য ভাতিজার হামলায় চাচা নিহত, ভাতিজাসহ আটক ২

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার পৌর শহরের লাভের টাকার জের ধরে ভাতিজার হামলায় চাচা নিহত হয়েছে। পুলিশ অভিযুক্ত মনিরসহ তার স্ত্রীকে আটক করেছে। সোমবার( ৩০ই নভেম্বর) রাত ৮টার দিকে হাজী আব্দুল মালেক(৮০) নামের চাচাকে খুনের ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক ব্রাহ্মণবাড়িয়া পূর্বমেড্ডা মৃত কাসেম আলীর ছেলে৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে এশার নামাযের পর বাড়িতে যাওয়ার পথে তার ভাতিজা মনির মিয়া অতর্কিত হামলা করেন। তখন পরিবারের লোকজন ছুটে এসে আব্দুল মালেককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, গত ৩ বছর আগে তাদের চাচাতো ভাই মনিরের কাছ থেকে ব্যবসার জন্য লাভের উপরে ১লক্ষ টাকা নেওয়া হয়। তারপর প্রতিমাসে লভ্যাংশের টাকা নিয়মিত দিয়ে আসছিলেন তারা। আগামীকাল সুদের বাকি বিশ হাজার টাকা দেওয়ার তারিখ ছিল। কিন্তু টাকা ম্যানেজ করার পরও তারা আব্দুল মালেককে মারধর করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, এ ঘটনায় অভিযুক্ত মনিরসহ দুইজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়