শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ১২:৫০ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় ভূয়া ম্যাজিস্ট্রেট ও দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধিঃ [২] রোববার সন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে। সদরের চারমাথায় কেন্দ্রীয় বাস টার্মিনালে আকবরিয়া ক্যাফের সামনে থেকে সিআইডির একটি জাল পরিচয়পত্র ও দুর্নীতি দমন কমিশনের একটি জাল পরিচয়পত্র এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লেখা জাল পরিচয় পত্র ও একটি জাল জাতীয় পত্র সহ আতিকুর রহমান ওরফে ফরিদ মিয়া (২৭) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আতিকুর রংপুরের মিঠাপুকুর থানার বড় হযরতপুর বুজরুক নুরপুর গ্রামের আব্দুর রউফ ওরফে আব্দুস সাত্তারের পুত্র।

[৩] বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয় সুত্রে জানা যায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা মিরপুর গ্রামের মৃত রেজাউল করিমের স্ত্রী মোছাঃ মাসুমা খাতুন বাবার বাড়ি দিনাজপুর যাওয়ার উদ্দেশ্যে চারমাথা বাস টার্মিনালে আসেন। এ সময় মোঃ আতিকুর রহমান ওরফে ফরিদ মিয়া নামে এই প্রতারক নিজেকে সিআইডি ও দুর্নীতি দমন কমিশনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে, তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং বলেন আপনার মাস্ক কোথায়? আপনি করোনার মধ্যে বাসা থেকে বের হওয়ার সময় মাস্ক পরিধান না করায় অপরাধ করেছেন। আপনাকে এখন ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হবে। এসময় ডিবির একটি দল তাঁকে গ্রেফতার করে।

[৪] একইদিনে ডিবি অপর একটি টিম রাত ৯টার বগুড়ার সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের হরিখালী বাজার এলাকা হতে ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ জাহিদুল ইসলাম(৩৭), মোঃ রেজাউল করিম (৩৪) গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর ও সোনাতলা থানায় প্রতরণা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েেেছ।

[৫] বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক এ প্রতিবেদক-কে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর ও সোনাতলা থানায় প্রতরণা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েেেছ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়