শিরোনাম
◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ১২:৫৮ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বার্ড হিটের ঝুঁকিতে শাহজালাল বিমানবন্দর

লাইজুল ইসলাম ও সাজিয়া আক্তার : [২] পাখি তাড়াতে ৬ জন বার্ড শুটার থাকলেও বন্দুক আছে মাত্র ২টি। ফলে বিশাল এলাকাজুড়ে পাখি তাড়ানোর কাজে হিমশিম খাচ্ছেন
শুটাররা। বেবিচক বলছে, শিগগিরই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বার্ড হিট থেকে সুরক্ষার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

[৩] হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান বলেন, শীতকাল চলে আসছে, দিনে দিনে বার্ডের হ্যাজার্ড বাড়ছে। ম্যানুয়ালি বার্ড শুটার দিয়ে আমরা কার্যক্রম বাড়িয়ে দেবো। আমাদের বন্দুকের সংকট আছে। বন্দুক সংগ্রহ করতে আইনগত কিছু নিয়ম আছে, সেগুলো অনুসরণ করে বন্দুক সংগ্রহ কিছুটা সময় সাপেক্ষ। এজন্য আমার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহায়তা নিচ্ছি।

[৪] বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, বহুদিন ধরে আমাদের এখানে এ (বার্ড হিট) সমস্যা আছে। আমাদের অ্যান্টি বার্ড সিস্টেম করা হয়েছিল, কিন্তু বেশি দিন টেকেনি। আমরা আধুনিক অ্যান্টি বার্ড সিস্টেম খুঁজছি, গত ৬ মাস ধরে এজন্য টেকনিক্যাল স্পেসিফিকেশন করা হয়েছে। এ কাজটি প্রায় শেষ পর্যায়ে আছে, করোনার কারণে আমাদের কিছুটা দেরি হয়েছে। শিগগিরই প্রকিউরমেন্টে যাবো।

[৫] জানা গেছে, বিমান উড্ডয়ন ও অবতরণের সময় বার্ড হিটের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। বিমানের ইঞ্জিনে পাখি প্রবেশ করলে আগুন ধরে যেতে পারে। এছাড়া, ইঞ্জিনের ফ্যান ব্লেড ও স্পিনার ক্ষতিগ্রস্ত হলে ইঞ্জিন সম্পূর্ণ বন্ধ হয়ে দুর্ঘটনা ঘটতে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়