শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ১২:২৭ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৭

গাজীপুর প্রতিনিধি : [২] জেলার মহানগরীর টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। সোমবার ভোরে টঙ্গীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে ভরান এলাকার সান্দারপট্টি থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ৫টি প্লাষ্টিকের বাটযুক্ত ষ্টীলের ছুরা, ২টি ফুল্ডিং সুইচ গিয়ার ষ্টীলের চাকু উদ্ধার করা হয়েছে।

[৩] আটককৃতরা হলো, গাজীপুর মহানগরীর টঙ্গীর গোপালপুরের বেলায়েত হোসেনের ছেলে মো. তুহিন মিয়া (২৬), টঙ্গীর মরকুন মধ্যপাড়ার রফিক উদ্দিনের ছেলে মো. রবিউল ইসলাম (২০), ময়মনসিংহের ত্রিশালের বালিপাড়ার আব্দুস সালামের ছেলে নয়ন মিয়া (২১), বরিশালের আগুইলজরা রাংতার মৃত ইয়াকুব আলীর ছেলে মো. খোকন (৩৫), জামালপুর মেলান্দ উপজেলার সভারচরের আলমগীর হোসেনের ছেলে মো. আকাশ (১৯), বরিশালের মুলাদির মৃত কাশেমের ছেলে মো. রাকিব (১৮), ফরিদপুর সদরের টেপাখোলার মৃত ওয়াব মোল্লার ছেলে মো. নাদিম উদ্দিন (২৫)।

[৪] গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হাসান জানান, সোমবার ভোর ৪টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, কতিপয় ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে টঙ্গীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে সান্দারটট্টি এলাকায় অবস্থায় করছে। পরে এসআই নজমূল হোসেন ও এএসআই রুবেলের সহযোগিতায় তাদের আটক করা হয়।

[৫] টঙ্গী পশ্চিম থানার ওসি মোঃ শাহ আলম জানান, সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন যাবৎ টঙ্গীতে বিভিন্ন ধরণের অপকর্ম পরিচালনা করে আসছিলো। তাদের প্রত্যেকের নামেই টঙ্গীর বিভিন্ন থানায় মামলা রয়েছে। এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। সম্পাদনা: জেরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়