শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ১২:২২ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে পোশাক শ্রমিককে ধর্ষণের চেষ্টা, উৎপাদন কর্মকর্তা গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি: [২] রোববার রাতে ওই নারী শ্রমিক বাদি হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানায় মামলা দায়ের করার পর রাতেই পুলিশ ওই উৎপাদন কর্মকর্তাকে গ্রেপ্তার করে।

[৩] গ্রেপ্তার মাসুম বিল্লাহ (৩৮) গাজীপুর মহানগরীর কোনাবাড়ি আমবাগ পিএন কম্পোজিট লিমিটেড কারখানার উৎপাদন কর্মকর্তা হিসেবে কর্মরত। অভিযুক্ত মাসুম বিল্লাহ পটুয়াখালীর বাউফল থানার ধানদি গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। আমবাগ এলাকার আলমগীর ড্রাইভারের বাড়িতে বাসা ভাড়া থেকে ওই কারখানায় চাকুরী করেন।

[৪] থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে একই কারখানায় ৫ম তলায় সুইং অপারেটর হিসেবে যোগদান করেন ওই নারী শ্রমিক। চাকুরীতে যোগদানের পর থেকে ওই কর্মকর্তা বিভিন্ন ভাবে নারীকে উত্ত্যক্ত ও কু-প্রস্তাব দিতে থাকে। পরে চলতি মাসের ১লা তারিখ রাত সাড়ে ৮ টায় অফিস ছুটির পর পিছনে পিছনে কৌশলে ওই নারী শ্রমিকের বাসায় যায় মাসুম বিল্লাহ। পরে তাকে চা নাস্তা দিতে গেলে জোর করে ধর্ষণের চেষ্টা করে মাসুম বিল্লাহ। পরে ওই নারী মাসুম বিল্লাহকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কক্ষ থেকে বের হয়ে যায়। ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে ওই কর্মকর্তা তাৎক্ষণিক বাসা থেকে বের হয়ে যায়। পর দিন কারখানা কর্তৃপক্ষের নিকট মৌখিক বিচার দিলে কারখানা কর্তৃপক্ষ বিচার করে দিবে বলে আশ্বাস দেয়। কিন্তু কর্তৃপক্ষ ওই কর্মকর্তাকে কিছু না বলে তালবাহানা শুরু করে।

[৫] পরে ওই নারী পোশাক শ্রমিক রোববার কোনাবাড়ি থানায় এসে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ি থানার এসআই কানিছ ফাতেমা জানান, ধর্ষণ চেষ্টায় মামলা হয়েছে এবং আসামি মাসুম বিল্লাহকে আমবাগ এলাকা থেকে রাতেই আটক করে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়