শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২০, ১০:০০ দুপুর
আপডেট : ৩০ নভেম্বর, ২০২০, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামকে টসে হারাল বরিশাল

রাহুল রাজ : [২] বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সোমবার ৩০ নভেম্বর মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বরিশালের মুখোমুখি হচ্ছে মিঠুন-সৌম্যদের চট্টগ্রাম। আজ জিতলে টানা তৃতীয় জয় পাবে মিঠুনের দল। অন্যদিকে দ্বিতীয় জয়ের দেখা পেতেই মাঠে নামছে তামিম ইকবালের বরিশাল। মিরপুরে টুর্নামেন্টের সপ্তম এ ম্যাচটিতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

[৩] টুর্নামেন্টে নিজেদের প্রথম দু’ম্যাচেই দাপট দেখিয়েছে চট্টগ্রাম। বোলারদের দুর্দান্ত নৈপুন্যে দুই ম্যাচেই ৯ উইকেটের জয় তুলে নেয় চট্টগ্রাম। নিজেদের প্রথম ম্যাচে মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকাকে ১৬ দশমিক ২ ওভারে ৮৮ রানে অলআউট করে দেয় চট্টগ্রামের বোলাররা। চট্টগ্রামের শরিফুল-মুস্তাফিজুর- মোসাদ্দেক-তাইজুল ২টি করে উইকেট নেন।

[৪] ৮৯ রানের টার্গেট স্পর্শ করতে মোটেও বেগ পেতে হয়নি চট্টগ্রামের। দুই ওপেনার লিটন দাস ৩৪ ও সৌম্য সরকার অপরাজিত ৪৪ রান করে ৫৫ বল বাকী থাকতেই চট্টগ্রামের জয় নিশ্চিত করেন।

[৫] প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও বল হাতে জ্বলে উঠেন চট্টগ্রামের বোলাররা। এবার মুস্তাফিজের শিকার হন সাকিব-মাহমুদুল্লাহর জেমকন খুলনা। ফিজের আগুন বোলিংএ ১৭ দশমিক ৫ ওভারে ৮৬ রানে অলআউট হয় খুলনা। ৩ দশমিক ৫ বল করে মাত্র ৫ রানে ৪ উইকেট নেন মুস্তাফিজ।

[৬] এবারও ছোট টার্গেট পেয়ে সহজেই তা স্পর্শ করে ফেলেন চট্টগ্রামের দুই ওপেনার লিটন-সৌম্য। সৌম্য ২৬ রানে ফিরলেও, ৫৩ রান তুলে জয় নিয়ে মাঠ ছাড়েন লিটন।

[৭] হার দিয়ে এবারের আসর শুরু করে তামিমের বরিশাল। তবে প্রথম ম্যাচে জয়ের কাছে গিয়ে জয় বঞ্চিত হয় তারা। জেমকন খুলনার কাছে ৪ উইকেটে ম্যাচ হারে বরিশাল। শেষ ওভারে ২২ রানের প্রয়োজনে চারটি ছক্কা মেরে বরিশালকে জয় বঞ্চিত করেন খুলনার আরিফুল।

[৮] প্রথম ম্যাচ হারলেও, দ্বিতীয় ম্যাচে ঘুঁড়ে দাড়ায় বরিশাল। অধিনায়কের তামিম হাত ধরে প্রথম জয়ের স্বাদ নেয় তারা। ৫ উইকেটে মিনিস্টার রাজশাহীকে হারায় বরিশাল। ১৩৩ রানের টার্গেট স্পর্শ করতে ব্যাট হাতে জ্বলে উঠেন তামিম। ১০টি চার ও ২টি ছক্কায় ৬১ বলে অপরাজিত ৭৭ রান করেন তামিম। ফলে প্রথম জয়ের স্বাদ নিয়ে আত্মবিশ্বাসী এখন তামিমের দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়