শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২০, ০৯:৫৪ সকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২০, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার ঝুঁকিতে স্বস্তি এনে দিয়েছে ভিটামিন ডি

শাহীন খন্দকার : [২] করোনা মহামারি থেকে বাঁচার উপায় খুঁজতে নিরন্তর গবেষণা চলছে।

[৩] ইতোমধ্যে প্রতিষেধকেরও সুখবর মিলেছে, করোনার ঝুঁকি ৫৪ ভাগ কমায় ভিটামিন ডি: গবেষণার নতুন ফল।

[৪] যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির মেডিসিন, ফিজিওলজি ও বায়োফিজিক্সের অধ্যাপক মাইকেল হলিক বলেছেন, শরীরে পর্যাপ্ত মাত্রায় ভিটামিন ডির উপস্থিতি করোনায় সংক্রমণের ঝুঁকি ৫৪ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে।

[৫] যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের এক লাখ ৯০ হাজার নাগরিকের রক্তের নমুনা নিয়ে গবেষণা চালান গবেষকরা।

[৬] এতে জানা গেছে, যাদের রক্তে পর্যাপ্ত মাত্রায় ভিটামিন ডির উপস্থিতি রয়েছে তাদের চেয়ে যাদের রক্তে ভিটামিনটির ঘাটতি রয়েছে তাদের ক্ষেত্রে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি ৫৪ শতাংশ বেশি।

[৭] রক্তে ভিটামিন ডির উপস্থিতি আর করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে আরেকটি গবেষণা পরিচালনা করেছে শিকাগো ইউনিভার্সিটির জেএএমএ নেটওয়ার্ক ওপেন।

[৮] গত ৩ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত ৪৮৯ ব্যক্তির, যাদের আগে থেকেই ভিটামিন ডি পরীক্ষা হয়েছে, তাদের রক্তের নমুনা পরীক্ষা করেন গবেষকরা। দেখা যায়, রক্তে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডির উপস্থিতি আছে, এমন ব্যক্তিদের চেয়ে ভিটামিনের ঘাটতি আছে এমন ব্যক্তিদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি দ্বিগুণেরও বেশি।

[৯] ভিটামিন ডি সূর্যের আলো থেকে পাওয়া যায় বলে একে সানশাইন ভিটামিনও বলা হয়। মহামারি ছড়িয়ে পড়ার পর থেকে মানুষ ঘর থেকে বের হয়েছে কম, অর্থাৎ সূর্যের আলোর সংস্পর্শে কম এসেছে। এ কারণে করোনাকালে মানুষের শরীরে ভিটামিন ডির অভাব বেড়েছে বলে মনে করছেন গবেষকেরা। সূত্র: লাইভ সায়েন্স, সমকাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়