শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২০, ০৭:৫৮ সকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২০, ০৭:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার জীবনটাই হাসির, আমি যা করি তাতেই লোক হাসে: হিরো আলম

ইমরুল শাহেদ: হিরো আলমকে নিয়ে এবার শুরু হয়েছে নতুন বিতর্ক। বাবু খাইছো গানটি গাওয়া নিয়ে শুরু হয়েছে এই নতুন বিতর্ক। তবে এই বিতর্কের মধ্যে রাশভারী কিছু নেই। আছে হাস্য-রসিকতা। এ ব্যাপারে হিরো আলম বলেন, ‘আমার জীবনটাই হাস্যকর। আমি নির্বাচন করতে গেলাম। লোকজন হাসলো। আমি ছবি বানাতে এলাম, তাতেও লোকজন হাসলো। এখন গান গাইতে এলাম, তাতেও মানুষ হাসছে।’ তিনি বলেন, ‘আমি গায়ক নই। ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, নুসরাত ফারিয়া গান গেয়েছেন দেখে আমিও শখের বশে গাইলাম। এই নিয়েও মানুষ হাসাহাসি করছে। আমি যা করি তাতেই দোষ হয়। আমাকে নিয়ে মানুষ হাসে। তাহলে আমি কি কিছুই করব না?’

হিরো আলম বর্তমানে ‘বাবু খাইছ’ নামে একটি অ্যালবাম প্রকাশ করার কাজ শুরু করেছেন। অন্যদিকে বিতর্কিত হিরো আলম ছবি আগাম নিয়েও ছবিটিতে কাজ করেননি তাসনুবা তিশা ও প্রভা -এই তথ্য জানিয়ে ছবিটির পরিচালক মুকুল নেত্রবাদী জানান, যেহেতু তারা ছবিটি করেননি, সেহেতু তারা আগাম নেওয়া অর্থও ফেরত দেননি। এই নিয়ে হিরো আলমের সংবাদ সম্মেলন করারও কথা ছিল। কিন্তু কি ভেবে পরে তিনি পিছিয়ে যান। বললেন, ‘থাক অল্প কিছু টাকাইতো। এজন্য তাদের অসম্মান করতে চাই না।’

মুকুল নেত্রবাদী জানান, তাদের সঙ্গে ছিল মৌখিক চুক্তি। এজন্য কাগজপত্র নেই। তবে টাকা পাঠানো হয়েছে বি-ক্যাশে। সে প্রমাণ বের করা যাবে। পরে তাদের জন্য সৃষ্ট চরিত্রে নেওয়া হয়েছে রাবিনা বৃষ্টি ও তার মডেল স্ত্রী নুসরাতকে। হিরো আলম ছবিটি প্রথমে শুরু করেছিলেন দেলোয়ার জাহান ঝন্টু। তিনি একদিন শুটিংও করেছিলেন। কিন্তু হিরো আলমের সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি ছবিটি ছেড়ে দেন। তার স্থলাভিষিক্ত হন মুকুল নেত্রবাদী। হিরো আলম ছবিটি মহামারীর কারণে বন্ধ থাকা সিনেমা হল ২১১দিন পর খোলার সঙ্গে সঙ্গেই মুক্তি পায়। তখন থেকেই তাকে নিয়ে বিতর্ক শুরু হয়। এই বিতর্ক এমন পর্যায়ের যেন সাংস্কৃতিক অঙ্গনে হিরো আলম রবাহুতই। এই দৃষ্টিকোণ থেকেই যে যার বিতর্ক উপস্থাপন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়