শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২০, ০৩:৩৪ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০২০, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে ৭ বিষয় সম্পর্ক ভালো রাখে

সাদেক আলী: ছোট্ট ও সুন্দর একটি শব্দ হলো সম্পর্ক। নানারকম সম্পর্কের বন্ধনে জড়াই আমরা। কিছু সম্পর্ক জন্ম থেকেই পেয়ে যাই, কিছু আবার তৈরি করে নিতে হয়। তবে সব রকম সম্পর্কের ক্ষেত্রেই প্রয়োজন হয় যত্নের। নয়তো এক সময় তা মলিন হতে শুরু করে। অনেক সময় ভালোবাসার অভাব না থাকলেও যত্নের অভাবে ভেঙে যায় সম্পর্ক। চলুন জেনে নেয়া যাক এমন কিছু বিষয়ের কথা, যেগুলো মেনে চললে সম্পর্ক ভালো থাকে।

রান্নার প্রশংসা
সঙ্গীর রান্না পছন্দ না হলেও তার প্রশংসা করুন। এক্ষেত্রে সত্যিটা বললে যিনি কষ্ট করে রান্না করেছেন তার খারাপ লাগবে। তাই তার মন রাখার জন্য এই নির্দোষ মিথ্যা বলাই যায়। এতে তিনি খুশি হয়ে আপনার জন্য আরও ভালো কিছু তৈরির চেষ্টা করবেন হয়তো।

সঙ্গীর প্রশংসা
মন খুলে তার প্রশংসা করুন। সে তো আমারই, তাই আর আলাদা করে প্রশংসা করতে হবে না- এমনটা ভাববেন না যেন! তিনি আপনার সুখ ও দুঃখের সঙ্গী। তাই তার ভালো কাজের প্রশংসা করতে কিপটামো করবেন না যেন।

দেখতে দারুণ লাগছে
একে অন্যের প্রশংসা সম্পর্কের ভিত শক্ত রাখে। তাই সঙ্গী কিছু পরলে, সেটা তাকে না মানালেও বলতে যাবেন না। বরং তার প্রশংসা করুন। তবে একেবারেই যদি বেমানান লাগে, তখন তাকে কৌশলে অন্য কোনো পোশাক পরার পরামর্শ দিতে পারেন।

উপহার পেলে খুশি হওয়া
সঙ্গী বা সঙ্গিনী কোনও উপহার দিলে, সেটা পছন্দ না হলেও তার প্রশংসা করুন। কারণ তিনি উপহারটি আপনার কথা ভেবে, আপনাকে মনে রেখেই এনেছেন। এভাবে কলহ এড়ানো যায়!

পরিবারের প্রশংসা
সঙ্গীর পরিবারের কাউকে অপছন্দ হলেও তা বলবেন না। কিন্তু তিনি যদি ঘরোয়া কোনো অনুষ্ঠানে যেতে চান, সেক্ষেত্রে ফিরে এসে তার পরিবারের সদস্যদের নিন্দা না করাই ঠিক হবে না।

ঠিক বলেছো
কখনো কখনো সঙ্গীর সব কথা সঠিক হয় না। কিন্তু পরিস্থিতি বুঝে তা এড়িয়ে গিয়ে উল্টোটা বলাই বুদ্ধিমানের কাজ! তবে এটি করবেন মাঝে মাঝে, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। সব সময় এমনটা করলে কিন্তু আপনার ব্যক্তিত্ব হুমকির মুখে পড়তে পারে।

রসিকতার প্রশংসা
সঙ্গীর কোনো রসিকতায় আপনার হাসি না পেলেও সেটা প্রকাশ করবেন না। বরং তার রসিকতায় সমর্থন জানিয়ে হাসাই ভালো। জাগোনিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়