শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২০, ০৩:২৮ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০২০, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাঁদপুরে পুলিশের উপর হামলার ঘটনায় আসামি ইউপি সদস্য রনি গ্রেফতার

মিজান লিটন: [২] চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ^র ইউনিয়নের লক্ষ্মীরচর এলাকায় মা ইলিশ রক্ষা অভিযানে নৌপুলিশের টহলরত বহরে হামলার ঘটনায় ৩নম্বর হুকুমের আসামি ও ৩নং ওয়ার্ড ইউপি সদস্য পারভেজ গাজী রনিকে গ্রেফতার করেছে পুলিশ।

[৩] রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টায় চাঁদপুর শহরের হাকিম প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করেন চাঁদপুর নৌ থানা পুলিশ।

[৪] রনি ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মৃত ইয়াকুব আলী গাজীর ছেলে। সে বর্তমানে শহরের নিশি বিল্ডিং এলাকায় বসাবাস করেন।

[৫] চাঁদপুর নৌ থানার অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন শিকদার জানান, তাকে গত ২৫ অক্টোবর মা ইলিশ রক্ষা অভিযানের সময় পুলিশের উপর হামলার ঘটনার আসামী হিসেবে গ্রেফতার করা হয়। তাকে সোমবার (৩০ নভেম্বর) চাঁদপুর আদালতে প্রেরণ করা হবে। একই সাথে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

[৬] এর আগে চাঁদপুর নৌ থানার ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রনিকে গ্রেফতার করেন।

[৭] নৌ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত ইউপি সদস্য নৌ-পথের বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত। এসব অপরাধরমূলক কাজ করে সে অনেক অর্থের মালিক হয়েছে। আজকেও সে রাজরাজেশ^র এলাকায় মারধরের ঘটনার সাথে জড়িত ছিলো। যার কারণে ভুক্তভোগীরা তার বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে।

[৮] রাজরাজেশ^র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হযরত আলী বেপারী বলেন, যে অপরাধ করবে তাকে শাস্তি ভোগ করতে হবে। কেউ আইনের উর্ধ্বে নয়। রনি অপরাধ করলে তার জবাব সে দিবে। এই ধরণের অন্যায় কাজের কখনো প্রশ্রয় দেইনি। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়