শিরোনাম

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২০, ০২:১৬ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০২০, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বদলি খেলোয়াড় কাভানির গোলে জয়ের দেখা পেলো ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক : [২] খেলার প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়া ম্যানচেস্টার ইউনাইটেডকে আলোর পথ দেখালেন এডিনসন কাভানি। বদলি নেমে উরুগুইয়ান তারকা করলেন জোড়া গোল। নম্বর সেভেনের নৈপুণ্যে সাউদাম্পটনের মাঠ থেকে ৩-২ গোলে জয় নিয়ে ফিরল কোচ উলে গুনার সুলশারের দল।

[৩] প্রথমার্ধের পরই বদলি নামেন ৩৩ বছর বয়সী কাভানি। শুধু জোড়া গোল করা নয়, সতীর্থকে দিয়েও গোল করেছিলেন তিনি। ২৩ মিনিটে ইয়ান বেডনারেক হেডে গোল করে এগিয়ে দেন সাউদাম্পটনকে। ১০ মিনিট পর দুর্দান্ত ফ্রি-কিকে ব্যবধান ২-০ করেন জেমস ওয়ার্ড-প্রাউস।

[৪] ৫৯ মিনিটে কাভানির পাস থেকে ম্যানইউয়ের পক্ষে ব্যবধান কমান ব্রুনো ফার্নান্দেস। ৭৪ মিনিটে হেডে গোল করে দলকে সমতা এনে দেন কাভানি।

[৫] ইনজুরি টাইমে র‌্যাশফোর্ডের ক্রস থেকে দলকে জয় এনে দেওয়া গোল করেন কাভানি। এই গোলটিও ছিল হেড থেকে। ৯ ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে ম্যান ইউনাইটেড। এক ম্যাচ বেশি খেলে ১৭ পয়েন্ট নিয়ে সাউদাম্পটন আছে পঞ্চম স্থানে।

[৬] দিনের অন্য ম্যাচে চেলসির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে টটেনহ্যাম। ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটি। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়েও দ্বিতীয় স্থানে লিভারপুল। আর ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চেলসি। - গোল ডটকম

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়