শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২০, ০২:০৯ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০২০, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একে অপরকে ‘আপনার মাস্ক কই?

রাজু চৌধুরী: [২] করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এবং দ্বিতীয় ঢেউ এর ছোবল থেকে জনসাধারণকে বাঁচাতে, মানুষের মাস্ক পড়াকে নিশ্চিত করতে ব্যতিক্রমী এক প্রচারভিযান শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর কোতোয়ালী থানা।

[৩] রোববার (২৯ নভেম্বর) চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে 'আপনার মাস্ক কই' শিরোনামে এই প্রচারাভিযান চালানো হয়। মাস্ক পড়তে উদ্বুদ্ধকরণের পাশাপাশি বিনামূল্যে হাজার মাস্কও বিতরণ করা হয়েছে। এই অভিনব প্রচারাভিযান প্রসঙ্গে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বলেন, সারা বিশ্বে মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাসের "দ্বিতীয় ওয়েব" থেকে সুরক্ষা করতে আমরা সবার মাস্ক পড়া নিশ্চিত করতে চাই।

[৪] এজন্য যারা মাস্ক পড়েননি তাদেরকে জিজ্ঞেস করেছি 'আপনার মাস্ক কই'। পাশাপাশি যারা মাস্ক পড়েছেন তাদেরও বলছি মাস্ক না পড়া ব্যক্তিদের একই প্রশ্ন করতে। এইটা একটি সামাজিক সচেতনতা মূলক স্লোগান ! সবাই এইভাবে সবাইকে প্রশ্ন করলে শতভাগ মাস্ক পড়া নিশ্চিত করা সম্ভব হবে বলেও আশা বাদ ব্যক্ত করেন ওসি মহসীন। এই প্রচারাভিযানের আওতায় এক হাজার মাস্ক বিলিও করেছেন বলে জানান তিনি।

[৫] পুলিশ সূত্রে আরও জানা যায়, রোববার নগরীর নিউ মার্কেট, স্টেশন রোড, কোতোয়ালী মোড় এলাকায় ' আপনার মাস্ক কই' প্রচারাভিযান চালানো হয়। বিনামূল্যে মাস্ক বিতরণ করা হলেও পরবর্তীতে 'নো মাস্ক, নো সার্ভিস' নিশ্চিত করা হবে বলে জানান ওসি মোহাম্মদ মহসীন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়