শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২০, ০৭:০৫ সকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২০, ০৭:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ৪

সুজন কৈরী : ঢাকার সাভার ও কেরাণীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৭৫ বোতল ফেন্সিডিলসহ ৪ জন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব-১০।

ব্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকালে ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমানের নেতৃতে একটি দল সাভারের আমিন বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ৮০ বোতল ফেন্সিডিল ও ১টি মোবাইল ফোনসটসহ মাদক ব্যবসায়ী মামুন হোসেন ওরফে ইউসুফকে (২৭) আটক করা হয়।

এর আগে শনিবার রাতে একই অফিসারের নেতৃত্বে কেরানীগঞ্জের রোহিতপুর এলাকায় অভিযান চালিয়ে ৫৮ বোতল ফেন্সিডিল, ৩টি মোবাইল, ১টি কার্গো ট্রাক ও নগদ ১ হাজার ৪৫ টাকাসহ দুজনকে আটক করা হয়। আটকরা হলেন- ইউনুছ (২৫) ও মান্নূ খাঁ (৩০)।

এছাড়া একইদিন কেরাণীগঞ্জের দেউশুর মদিনানগর এলাকায় অভিযান চালিয়ে ৩৭ বোতল ফেন্সিডিল ও নগদ ২ হাজার ৫০০ টাকাসহ মো. হোসেন (৩৫) নামের একজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা র‌্যাবকে জানিয়েছে, আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে সাভার মডেল, কেরাণীগঞ্জ মডেল ও যাত্রাবাড়ী থানা এলাকাসহ ঢাকা শহরের আশপাশের এলাকায় মাদক ব্যবসা করছিলেন। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়