শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২০, ০১:১৫ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০২০, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেই ৩ জুয়াড়ির লাশ উদ্ধার, ২ পুলিশ ক্লোজড

ডেস্ক নিউজ: জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে লাফ দিয়ে নিখোঁজের তিন দিন পর তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই তিনজনই জুয়াড়ি ছিলেন। বৃহস্পতিবার জুয়া খেলার সময় দুই দলের সংঘর্ষে তারা আত্মরক্ষার জন্য নদীতে ঝাঁপ দেয়।

জুয়ার আসরের সঙ্গে জড়িত অভিযোগে যমুনা সার কারখানা চত্বর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ইউনুছ আলী ও কনস্টেবল মনির হোসেনকে ক্লোজ করে জামালপুর পুলিশ লাইনে নেয়া হয়েছে। যুগান্তর অনলাইন

রোববার বেলা ১১টার দিকে উপজেলার পিংনা এলাকায় যমুনা নদীতে ভেসে ওঠা ছানোয়ার হোসেন ছানু, ফজলুল হক ফজল ও ভুয়াপুর এলাকায় যমুনা নদী থেকে হাফিজুর রহমানের লাশ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার উপজেলার পিংনা ইউনিয়নের চর বাসুরিয়া যমুনা নদীর তীরে জুয়ার আসরে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার দুর্গম এলাকা চর বাসুরিয়া যমুনা নদীর তীরে জুয়াড়ি আবদুল মান্নানের নেতৃত্বে দীর্ঘদিন ধরে ‘ওয়ান টেন’ নামে জুয়ার আসর চলে আসছিল। এ নিয়ে স্থানীয় অপর একটি গ্রুপের সঙ্গে জুয়ার আসরের আধিপত্য কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়।

একপর্যায়ে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই গ্রুপের মধ্যে হামলা, ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন জুয়াড়ির হোতা আবদুল মান্নান। এ সময় তিন জুয়াড়ি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাখিমারা গ্রামের শামছুল হকের ছেলে ছানোয়ার হোসেন ছানু, গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের সাখারিয়া গ্রামের জমশের আলী খানের ছেলে হাফিজুর রহমান ও ভুয়াপুরের গোবিন্দাসি গ্রামের আবদুল বারেক মণ্ডলের ছেলে ফজলুল হক ফজল আত্মরক্ষার জন্য যমুনা নদীতে লাফ দেন। এরপর থেকে ওই তিনজনকে খোঁজে পাওয়া যায়নি।

নিখোঁজের ২ দিন পর শনিবার দুপুর থেকে দিনভর জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরিরা চর বাসুরিয়া যমুনা নদীতে নিখোঁজ তিন জুয়াড়িকে খোঁজার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, নদীতে নিখোঁজ তিন জুয়াড়ির লাশ সকালে উদ্ধার করা হয়েছে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, জুয়ার আসরের সঙ্গে জড়িত সন্দেহে এসআই ইউনুছ আলী ও কনস্টেবল মনির হোসেনকে জামালপুর পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়