শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২০, ১০:০৪ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২০, ১০:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্মিথের টানা শতকে আবারও সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া

রাহুল রাজ : [২] তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে রোববার ২৯ নভেম্বর মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও ভারত। প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর দ্বিতীয় ম্যাচেও আগে ব্যাট করে ভারতের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে অজিরা। স্মিথের টানা শতকে ৩৮৯ রানের পাহাড় সমান রান তুলে ফিঞ্চের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া।

[৩] এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে আজও দুর্দান্ত শুরু করে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। দু’জনে গড়েন ১৪২ রানের জুটি। আর আগের ম্যাচে শতক হাঁকানো ফিঞ্চকে ৬০ রানে আউট করে জুটি ভাঙেন মোহাম্মদ শামি।

[৪] গত ম্যাচে অর্ধশতক হাঁকানো ওয়ার্নার এদিন শতকের আশা জাগিয়েও ৭টি চার ও ৩টি ছক্কায় ৮৩ রানে প্যাভিলিয়নের পথ ধরেন। তবে গত ম্যাচের মত এ ম্যাচেও ঝড়ো শতক হাঁকান তিনি। ৬৪ বলের ১৪টি চার ও ২টি ছক্কায় তিনি খেলেন ১০৪ রানের ইনিংস।

[৫] এছাড়া ৬১ বলে ৭০ রান করে লাবুশানে। শেষ দিকে ৪টি করে চার ও ছক্কায় ২৯ বলে ম্যাক্সওয়েল অপরাজিত ৬৩ রানের টর্নেডো ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৮৯ রান। যা ওয়ানডেতে ভারতের বিপক্ষে অজিদের এটিই সর্বোচ্চ রান। আর সবমিলিয়ে যেকোনো দলের বিপক্ষে এটি তৃতীয় সর্বোচ্চ রান।

সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া ৩৮৯/৪ (৫০ ওভার)
স্মিথ ১০৪, ওয়ার্নার ৮৩, লাবুশানে ৭০, ম্যাক্সওয়েল ৬৩*; হার্দিক ১/২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়