শিরোনাম

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২০, ০৭:৩০ সকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২০, ০৭:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়ায় ভাঙলো সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড, ভয়াবহ দাবানলের শঙ্কা

আসিফুজ্জামান পৃথিল: [২] সিডনিসহ অস্ট্রেলিয়ার অনেক এলাকায় নভেম্বর মাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রোববার। ফলে অনেক স্থানে কর্তৃপক্ষ আগুন জ্বালানো ও ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করেছে। শনিবারই সিডনি তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে। নিউ সাউথ ওয়েলস, সাউথ অস্ট্রেলিয়া ও ভিক্টোরিয়ার কিছু এলাকায় তাপমাত্রা ছিলো ৪৫ ডিগ্রির বেশি। বিবিসি

[৩] রোববারও সিডনির তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছিলো। সব মিলিয়ে ৬ দিন ধরে দাবদাহ চলবে বলে অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। গত বছরও বড় ধরণের তাপদাহের মুখে পড়েছিলো অস্ট্রেলিয়া। বিষয়টিকে কালো গ্রীষ্ম বলে উল্লেখ করেিেছলেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। এ বছর তাপমাত্রা আরও বেশি হতে পারে বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন। সিএনএন

[৪] গত বছর দাবানলে পুরোপুরি পড়ে গিয়েছিলো ১২ লাখ হেক্টর বনভূমি। পুড়ে মারা গিয়েছিলো দুই তৃতীয়াংশ কোয়েলা। এ বছর আরও বনভূমি যেনো পুড়ে না যায় তাই বনবিভাগগুলো হেলিকপ্টার থেকে পানি বর্ষণ করতে শুরু করেছে। রুরাল ফায়ার সার্ভিস জারি করেছে বিশেষ সতর্কতা। দ্য গার্ডিয়ান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়