শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২০, ০৫:২১ সকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২০, ০৫:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিনোদন কেন্দ্রগুলোতে চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযান

রাজু চৌধুরী: [২] মাস্ক পরা নিশ্চিত করতে বিনোদন কেন্দ্রে জেলা প্রশাসনের অভিযানে ৫১ ব্যক্তিকে ৬,১০০ টাকা অর্থদণ্ড ও দরিদ্রদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

[৩] শনিবার (২৮ নভেম্বর) বিকাল ৩ ঘটিকা হতে সন্ধা ৬ টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক ও আশরাফুল আলমের নেতৃত্বে নগরীর প্রধান বিনোদন কেন্দ্রগুলোতে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

[৪] এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বিনোদন কেন্দ্রে জনসাধারণকে সচেতন করা এবং জনসাধারণ এর মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ডিসি হিল, সিআরবি ও জাম্বুরী পার্কে অভিযান চালিয়ে ৪১ ব্যাক্তিকে ৩৫০০ টাকা অর্থদণ্ড করেন ও দরিদ্র ব্যাক্তিদের মাঝে মাস্ক বিতরণ করেন। অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম নগরীর চিরিয়াখানা এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে ২৬০০ টাকা অর্থদণ্ড করেন ও পাশাপাশি গরিব ও অস্বচ্ছল মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন।

[৫] নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, বিনোদন কেন্দ্রগুলোতে অসচেতনভাবে লোক ঘোরা ফেরা করে, প্রচুর ভীড়, সামাজিক দুরত্ব ও মাস্ক পরার ক্ষেত্রে মানুষের মাঝে উদাসীনতা লক্ষ করা গেছে। বিশেষ করে নারী ও শিশুদের ক্ষেত্রে ঝুঁকি বেশি। ছবি তোলার জন্যে বেশির ভাগ মানুষ মাস্ক হয় পকেটে, ব্যাগে রাখছে বা থুতনির নিচে ঝুলিয়ে রাখছে যা স্বাস্থ্য বিধির লংঘন।

[৬] যার ফলে ৫১ ব্যক্তিকে অর্থদণ্ড করা হয়।তিনি আরও বলেন, বিনোদন কেন্দ্রগুলোতেও মানুষকে সচেতন করার লক্ষে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।কেউ যাতে মাস্ক ছাড়া প্রবেশ না করতে পারে ও সামাজিক দুরত্ব বজায় থাকে সেজন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হচ্ছে। পাশাপাশি যারা ছিন্নমূল ও অসহায় তাদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করছি। জনস্বার্থে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ও সচেতনতা সৃষ্টির জন্য এই ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়