মহসীন কবির : [২] রোববার(২৯ নভেম্বর) বেলা সোয়া ১১াটার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।
[৩] তিনি বলেন, সারাদেশের সঙ্গে রেল নেটওয়ার্ক চালুক রতে চায় সরকার, আগুন সন্ত্রাসের নামে রেলওয়ের ওপর হামলা চালিয়েছিল বিএনপি-জামায়াত।
[৪] তিনি বলেন, উত্তরবঙ্গবাসীর আর্থ সামাজিক উন্নয়নে বঙ্গবন্ধু রেলসেতু গুরুত্বপূর্ণ ভূমিকা্ রাখবে। যমুনা নদীর ওপর বর্তমানে একটি সেতু বিদ্যমান থাকলেও, অবকাঠামোগত যোগাযোগ ব্যবস্থাকে দেশের সীমানা ছাড়ানোর কর্মসূচির অংশ হিসেবে নতুন করে সেতু নির্মাণ করা হচ্ছে।
[৫] তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের দায়িত্ব থাকলে রেল খাতের উন্নয়ন হয় উল্লেখ করে, বিএনপি জামাত সরকারের দায়িত্বে থাকার সময় রেলখাতকে ধ্বংস করেছিল ।