শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২০, ০৫:৩৮ সকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২০, ০৫:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তামিমের অপরাজিত ৭৭ রানে বরিশালের প্রথম জয়

রাহুল রাজ : [২] বঙ্গবন্ধু টি-২০ কাপে মিনিস্টার গ্রুপ রাজশাহীর জয়রথ থামিয়ে নিজেদের প্রথম জয় তুলে নিল ফরচুন বরিশাল। নিজেদের দ্বিতীয় ম্যাচে অধিনায়ক তামিম ইকবালের ব্যাটে ভর করে আজ রাজশাহীকে ৫ উইকেটে হারিয়েছে বরিশাল। ফলে টানা দুই জয়ের পর হারের স্বাদ পেল রাজশাহী।
[৩] ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৩২ রান সংগ্রহ করে রাজশাহী। জবাবে ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বরিশাল।
[৪] লক্ষ্য তাড়া করতে নেমে বরিশালের হয়ে অধিনায়ক তামিম ছাড়া তেমন কেউই বড় ইনিংস খেলতে পারেননি। আজও ওপেনিংয়ে নেমে ব্যর্থ মিরাজ। তবে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন তামিম। অপরাজিত ছিলেন ৬১ বলো ১০ বাউন্ডারি ও ২ ছক্কায় ৭৭ রানে।
[৫] এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে আনিসুল হক ইমনকে সাথে নিয়ে দারুণ শুরু করেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু ১৯ বলে ২৪ রান করা শান্তকে ফেরান আবু জায়েদ রাহী। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টানা দুই ম্যাচ জেতা রাজশাহী।
[৬] যেখানে পরবর্তী ২৪ রানের ভেতরে ৫টি উইকেট হারায় তারা। এদিন দারুণ এক চার হাঁকিয়ে ইনিংস শুরু করলেও রান আউটে কাটা পড়েন আশরাফুল। একই ওভারে ২৭ বলে ২৪ রান করা ইমনকে ফেরান মিরাজ।
[৭] এরপর ষষ্ঠ উইকেটে জুটি গড়েন ফজলে মাহমুদ রাব্বি ও শেখ মেহেদী হাসান। তবে ৩২ বলে ৩১ রান করা রাব্বিকে ফেরান তাসকিন। শেষ ওভারে ৩টি উইকেট পান কামরুল ইসলাম রাব্বি। ২৩ বলে ৩৪ রানের কার্যকরী ইনিংস খেলে বিদায় নেন মেহেদী হাসান। তার ইনিংসে ছিল ৩টি ছক্কা। নির্ধারিত ২০ ওভারে রাজশাহী সংগ্রহ করেছে ১৩২ রান।
[৮] বরিশালের পক্ষে ৪ ওভারে ১৮ রান খরচ করে ২টি উইকেট শিকার করেন মিরাজ। চার ২১ রান দিয়ে শেষ ওভারের তিনটিসহ মোট ৪টি উইকেট পান রাব্বি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়