লিহান লিমা: [২] বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বলেছে, হার্ড ইমিউনিটির মাধ্যমে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করতে হলে বিশ্বের মোট জনসংখ্যার কমপক্ষে ৬০ থেকে ৭০ ভাগের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে হবে। তাই মূলত টিকার মাধ্যমেই এই হার্ড ইমিউনিটি অর্জন করতে হবে। ডয়েচে ভেলে।
[৩] জেনেভায় সংবাদ সম্মেলনে হু এর টিকা বিভাগের প্রধান ক্যাথরিন ওব্রেইন বলেন, ‘কয়েকটি ভিন্ন ভিন্ন গবেষণায় এই তথ্যচিত্র পাওয়া গিয়েছে। তাই আমাদের টিকা সম্পর্কে তথ্য জানা আরো অনেক বেশি প্রয়োজন। কিভাবে একটি কার্যকরী টিকা সংক্রমণ প্রতিরোধ করবে, যাদের করোনার কোনো লক্ষণ নেই তাদের ক্ষেত্রে এর কার্যকরীতা এবং এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে সংক্রমণ ছড়ানো নিয়ন্ত্রণে টিকার সক্ষমতা সম্পর্কে আমাদের অনেক কিছু জানা প্রয়োজন।’
[৪] এই সময় তিনি ন্যায্যতার ভিত্তিকে ধনী-গরিব প্রত্যেক দেশে টিকা সরবরাহ ছাড়াও এটি সংরক্ষণ প্রক্রিয়া নিয়ে সতর্ক করেন। ওব্রেইন বলেন, ‘প্রতিটি দেশকেই কঠোর পরিশ্রম করতে হবে। সরবরাহকৃত টিকা রাখার জন্য প্রয়োজনীয় আল্ট্রা কোল্ড চেইন ব্যবস্থা নিশ্চিত ও উদ্ভাবন করতে হবে। কোভিটের টিকা সংরক্ষণে আল্ট্রা-কোল্ড ব্যবস্থার উচ্চ মূল্যের কারণে টিকার ব্যবহারে যেনো কোনো বাধার সৃষ্টি না হয়।’