শিরোনাম
◈ বুটেক্সকে তথ্য প্রযুক্তি ও বিশ্ব পরিস্থিতির বিবেচনায় শিক্ষা কার্যক্রম পরিচালনার নির্দেশ রাষ্ট্রপতির ◈ স্বর্ণের দাম কমলো ◈ হলমার্ক কেলেঙ্কারির রায় ঘোষণার সময় পালিয়ে গেলেন জামাল উদ্দিন সরকার ◈ ২৯ কৃষি পণ্যের মূল্য নির্ধারণ বাস্তব বিবর্জিত: দোকান মালিক সমিতি ◈ তিন মাসের মধ্যে সালাম মুর্শেদিকে বাড়ি ছাড়তে হবে: হাইকোর্ট  ◈ সরকারের হাত থেকে রক্ষা পেতে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: বিএনপি ◈ সরকারের ফাঁদে পা দেইনি, দল ছাড়িনি, ভোটেও যাইনি: মেজর হাফিজ ◈ আমার একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: স্বাস্থ্যমন্ত্রী ◈ জিম্মি জাহাজ উদ্ধারে অভিযান নয়, আলোচনা চায় মালিকপক্ষ ◈ বিএনপিকে আমরা কেন ভাঙতে যাবো, প্রশ্ন ওবায়দুল কাদেরের 

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০, ০৮:২৯ সকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২০, ০৮:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভাইরাস এসেছে বাংলাদেশ বা ভারত থেকে, দাবি চীনা বিজ্ঞানীদের !

রাশিদুল ইসলাম : [২] চীনা বিজ্ঞানীরা দাবি করেছেন, করোনা এসেছে ভারত বা বাংলাদেশ থেকে! এধরনের অভিযোগ করে তারা উহানের বিরুদ্ধে ভাইরাস নিয়ে মার্কিন অভিযোগ অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন। দি সান

[৩] চীনের সাংহাই ইনস্টিটিউট ফর বায়োলজিকাল সায়েন্সের এক গবেষণাপত্রে বলা হয়েছে, গত বছরের ডিসেম্বরে উহানে প্রাদুর্ভাবের আগেই ভারতীয় উপমহাদেশে ভাইরাসটির অস্তিত্ব ছিল। তবে এই তত্ত্বটি বিতর্কিত।

[৪] ‘দ্য আর্লি ক্রিপটিক ট্রান্সমিশন অ্যান্ড ইভলিউশন অফ সার্স-কোভ -২ ইন হিউম্যান হোস্টস’ শীর্ষক এই গবেষণাটি উহানের ওয়েট মার্কেট থেকেই ভাইরাসটির উদ্ভব হয়েছিল বলে বিজ্ঞানীদের মধ্যে থাকা সাধারণ ধারণাকে চ্যালেঞ্জ করেছে।

[৫] এটি ১৭ নভেম্বর মেডিকেল জার্নাল ল্যানসেটের প্রিপ্রিন্ট প্ল্যাটফর্ম এসএসআরএন ডটকমে পোস্ট করা হয়েছে এবং ১৭টি ভিন্ন দেশের দেয়া ভাইরাসের স্ট্রেইনের উপর ভিত্তি করে করা হয়েছে।

[৬] চীনা গবেষকদের দাবি উহান সেই জায়গা নয় যেখানে মানুষ থেকে মানুষে সারস-কোভ-২ সংক্রমণ প্রথম ঘটেছিল। প্রথম প্রাদুর্ভাবের ক্ষেত্রটির মধ্যে সবচেয়ে বড় জিনগত বৈচিত্র থাকতে হবে - যেমন ভারত এবং বাংলাদেশের শহরগুলো।

[৭] চীনের উহানের একটি বাজার থেকেই যে প্রথম করোনাভাইরাস ছড়িয়েছিল- এমন দাবি প্রত্যাখ্যান করে গত মাসেও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং এক সাংবাদিক সম্মেলনে দাবি করে বলেন, গত বছর বিশ্বের বিভিন্ন জায়গায় ভাইরাসটি ছড়িয়েছিল। আমরাই প্রথম সবাইকে এ বিষয়ে জানিয়ে তা মোকাবেলায় ব্যবস্থা নিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়