শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০, ০১:৫১ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২০, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার সার্টিফিকেট জটিলতায় বেনাপোল ইমিগ্রেশনে আটকে পড়া যাত্রীদের দেশে ঢোকার অনুমতি

বিপ্লব বিশ্বাস : [২] গত বৃহস্পতিবার কোভিডের সার্টিফিকেট না হলেও বেনাপোল থেকে সকল যাত্রী দেশে ফিরতে পারতো৷ তবে আজ থেকে নেগেটিভ সার্টিফিকেট না থাকায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে থেকে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না৷ যে কারণে আটকা পড়েছে ক্যানসার রোগীসহ শতাধিক পাসপোর্ট যাত্রী।

[৩] ভারত থেকে ফেরার সময়ও নেগেটিভ সার্টিফিকেট লাগবে এমন নির্দেশনার বিষয়ে না জানায় যাত্রীরা বন্দরে এসে বিপাকে পড়েন। সরকারের কড়া নির্দেশনা থাকায় ইমিগ্রেশন পুলিশ ও মেডিকেল টিমের সদস্যরাও এ ব্যাপারে কোনো ছাড় দিচ্ছেন না। ইমিগ্রেশন পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা জানান, বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে গত ২৩ নভেম্বর নির্দেশনা দেয়া হয়, বিদেশফেরত সব যাত্রীকে সাত দিনের মধ্যে নেয়া করোনা নেগেটিভ সার্টিফিকেটসহ দেশে ঢুকতে হবে। বৃহস্পতিবার পর্যন্ত বেনাপোল চেকপোস্ট দিয়ে সব যাত্রী সার্টিফিকেট ছাড়া দেশে প্রবেশ করতে পারলেও শুক্রবার থেকে তারা আর ঢুকতে পারছেন না।

[৪] ভুক্তভোগী যাত্রীরা বলেন, বাংলাদেশ থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে তারা ভারতে যান। কিন্তু ফেরার সময় যে সেই দেশ থেকেও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসতে হবে তা তারা জানতে পারেননি। এখন ভারত থেকে বেনাপালে আসার পর বলা হচ্ছে করোনা নেগেটিভ সার্টিফিকেট লাগবে। কিন্তু এখন সেটা কীভাবে সম্ভব! অথচ তাদের সঙ্গে ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগীও রয়েছেন।

[৫] এ ব্যাপারে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে কর্মরত স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিচিত্র মল্লিক বলেন, সরকারি নির্দেশনার বাইরে তাদের কিছুই করার নেই।
[৬]ইমিগ্রেশন ওসি আহসান হাবীব বলেন, সাত দিনের সময় দিয়ে নির্দেশনা দেয়া হয়। এখন যারা ভারতে ছিলেন তারা যদি এই নির্দেশনার খবর না জানেন তাতে আমারা কী করতে পারি! দেখা যাক কী করা যায়।
ওসি আরো জানান, তবে আজ শুক্রবার যেসব বাংলাদেশি ঢুকেছেন তাদের ব্যাপারে বিশেষ নির্দেশনা আসতে পারে। আটকেপড়া যাত্রীরাও এ ব্যাপারে সরকারের উচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেছেন৷

Biplob

  • সর্বশেষ
  • জনপ্রিয়