শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০, ০১:০৪ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২০, ০১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ৫৭ হাজার ইয়াবাসহ আটক ২

কায়সার হামিদ: [২] কক্সবাজারের টেকনাফে এক ইয়াবা কারবারির বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে ৫৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।

[৩] এসময় ইয়াবা ব্যবসায়ীর দুই সহযোগীকে আটক করা হয়েছে। আটকরা হলো- টেকনাফ পৌরসভার ইসলাবাদের মৃত মোহাম্মদ শরীফের ছেলে মোহাম্মদ নাছির (৩৬) ও পুরান পল্লানপাড়ার নুরুল ইসলামের ছেলে নুরুল আলম (৩৯)।

[৪] শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের টেকনাফ জোনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল। এসময় উপস্থিত ছিলেন পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান প্রমুখ।

[৫] মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের টেকনাফ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল জানান, ‘দীর্ঘ দিন ধরে ফয়েজ আহমদ নামে টেকনাফের এক শীর্ষ ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে অনুসন্ধান চালাই আমরা। খবর আসে, মিয়ানমার থেকে একটি ইয়াবার বড় চালান এনে তার বাড়িতে মজুদ রেখেছে। এই খবরে শুক্রবার ভোরে টেকনাফের ইসলামাবাদের একটি বাড়িতে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ ওই দুজনকে আটক করা হয়।

[৬] তিনি আরও বলেন, 'ধৃতদের স্বীকারোক্তি মতে ইয়াবা ব্যবসায়ী ফয়েজ আহমদের বাড়িতে ফের অভিযান চালানো হয়। এসময় বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ৫৫ হাজার ৬০০ পিস ইয়াবাসহ একটি মোটরবাইক উদ্ধার করা হয়। তবে এসময় স্ত্রীসহ ফয়েজ পালিয়ে যায়।

[৭] ধৃত দুজনই তার সহযোগী।' এই ঘটনায় ফয়েজ ও তার স্ত্রী তসলিমা আক্তারকে পলাতক আসামি করে ইয়াবাসহ ধৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে টেকনাফ মডেল থানার হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়