শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০, ১২:৪৩ দুপুর
আপডেট : ২৮ নভেম্বর, ২০২০, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভেজা কাপড় থেকে বিদ্যুৎ উৎপাদন! অভিনব আবিষ্কার ভারতীয় বাঙালী যুবকের

মাছুম বিল্লাহ: [২] ভেজা কাপড় থেকেই নাকি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব- এমন অভিনব প্রযুক্তি আবিষ্কার করার দাবি করেছে ভারতের ত্রিপুরা রাজ্যের বাঙালী যুবক ইঞ্জিনিয়ার শঙ্খশুভ্র দাস।

[৩] ভারতীয় সংবাদ মাধ্যমকে শঙ্খশুভ্র জানান, নির্দিষ্ট আয়তনের কয়েক টুকরো কাপড়ে প্লাস্টিকের স্ট্র সেঁটে অর্ধেক ভর্তি পানির পাত্রে রাখতে হবে। স্ট্র-এর দুই প্রান্তে তামার তার ইলেকট্রোড যুক্ত করা হয়। কিছু সময়ের মধ্যে স্ট্র-এর ভিতর দিয়ে পানি উপরে উঠতে থাকে এবং তার জেরে ৭০০ মিলি ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব। এইভাবে ৩০ দিনের বেশি সময় ধরে একই যন্ত্র বা সরঞ্জাম দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

[৪] তিনি জানান, একই পদ্ধতিতে মোবাইল ফোন চার্জ দেওয়া যাবে। একইসঙ্গে ছোটখাটো চিকিৎসা সরঞ্জামও ব্যবহার যাবে।

[৫] শঙ্খশুভ্র দাস এই আবিষ্কারের জন্য গান্ধীয়ান ইয়ং টেকনোলজিক্যাল ইনোভেশন পুরস্কারে সম্মানিত হয়েছেন। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষবর্ধনের কাছ থেকে তিনি পুরস্কার গ্রহন করেন।

[৬] শঙ্খশুভ্র বলেন, ‘মানুষের আর্থিক সাশ্রয়ের জন্যই এই গবেষণা প্রকল্প। এর মাধ্যমে প্রান্তিক অঞ্চলে ন্যূনতম খরচে স্বল্প পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা করছি। তাই ভেজা কাপড়কে ব্যবহার করা হয়েছে।’

[৭] তাঁর দাবি, ‘ফিল্টার কাগজের সাহায্যে বিদ্যুৎ উৎপাদনের যন্ত্র এর আগে তৈরি হয়েছে। কিন্তু তা থেকে বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলেও দীর্ঘমেয়াদী হয় না।তাই নয়া উদ্ভাবন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়