শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২০, ১১:২৬ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০২০, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় নিখোঁজ হাফেজের লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধিঃ [২] জেলার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে হাফেজ মো.সালাউদ্দিন ওরফে বুলু হুজুর (৬০) নামে এক বৃদ্ধের লাশ শিবগঞ্জের মহাস্থানগড় থেকে উদ্ধার করেছে পুলিশ।

[৩] শুক্রবার বেলা ১২টার শিবগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

[৪] হাফেজ মোঃ সালাউদ্দিন আহম্মেদ দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে। তিনি স্থানীয় সাহারপুকুর বাজারে একটি হাফেজিয়া মাদ্রাসায় চাকুরি করতেন।

[৫] জানা যায়, শিবগঞ্জের মহাস্থান গড় এলাকায় শুক্রবার সকালে মহাস্থানগড় এলাকায় পাথরপট্টিতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

[৬] পরিবারিক সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে হাফেজ মোঃ সালাউদ্দিন ওরফে বুলু হুজুরকে তার এক পরিচিত ব্যক্তি বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। দুই কন্যা সন্তানের জনক বুলু হুজুরের ছোট মেয়েকে সম্প্রতি বিয়ে দেন। সেখানে ঝামেলা চলছিল বলে তার পরিবার পুলিশকে জানিয়েছে।

[৭] শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান এ প্রতিবেদক-কে বলেন, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। এছাড়াও তিনি আত্মহত্যা করেছেন এমন কোনও আলামতও নেই। তবে তাঁর পাঞ্জাবীর পকেট থেকে উদ্ধার করা চিরকুটে তার মেয়ের বিয়ে নিয়ে ঝামেলার কথা লেখা রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়