শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২০, ১০:৪৬ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০২০, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দশ কোটি ‘স্পুটনিক ভি’ টিকা উৎপাদন করবে ভারত

লিহান লিমা: [২] রাশিয়ার আবিষ্কৃত করোনা টিকা ‘স্পুটনিক-ভি’ উৎপাদনের জন্য ‘রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড’ (আরডিআইএফ) এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ভারতীয় ওষুধ সংস্থা ‘হেটেরো’। এনডিটিভি

[৩] ২০২১ সালের শুরুতে ভারতে উৎপাদন শুরু হবে। এপ্রিল থেকে জুনের মধ্যে বাজারে টিকা চলে আসার আশা করা হচ্ছে।
[৪হেটেরো ল্যাবস লিমিটেডের আন্তর্জাতিক বিপণন বিভাগের কর্মকর্তা বি মূরলী কৃষ্ণ রেড্ডি বলেন, ‘আমরা এখন ভারতে স্পুটনিক ভি টিকার দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের চলমান ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফলের অপেক্ষায় আছি। দ্রুত রোগীর কাছে পৌঁছে দিতে হলে স্থানীয় স্তরে টিকা উৎপাদন জরুরি।’

[৫] আরডিআইএফ-এর সিইও কিরিল দিমিত্রেভ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আরডিআইএফ ও হেটেরোর মধ্যে হওয়া চুক্তি নিয়ে আমরা আনন্দিত। চুক্তির সুবাদে আমরা এই অতি মহামারী পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের জন্য অত্যন্ত কার্যকরী ও নিরাপদ স্পুটনিক-ভি টিকা উৎপাদন করতে পারবো।’

[৬] আরডিআইএফ জানায়, আমরা ৫০টিরও বেশি দেশ থেকে ১২ কোটির বেশি ডোজ সরবরাহের অনুরোধ পেয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে সরবরাহের জন্য ভারত, ব্রাজিল, চীন, দক্ষিণ কোরিয়া অন্যান্য দেশে টিকা আরডিআইএফ-এর সহযোগী সংস্থায় উৎপাদিত হবে।

[৭] গত ২৪ নভেম্বর স্পুটনিক ভি টিকার চূড়ান্ত পর্যায়ের অভ্যন্তরীণ পরীক্ষার ফলাফল ঘোষণা করে আরডিএফ। টিকার প্রথম ডোজ নেওয়ার ৪২তম দিনে ৯৬% কার্যকরী ফল পাওয়া গিয়েছে। রাশিয়ায় মোট ৪০ হাজার স্বেচ্ছাসেবকের উপরে এই টিকা প্রয়োগ করা হয়। বর্তমানে বেলারুশ, সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা এবং অন্যান্য দেশে টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়