শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২০, ০৯:৪৪ সকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২০, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফিঞ্চ-স্মিথের সেঞ্চুরিতে সিডনিতে ভারতের লক্ষ্য ৩৭৫ রান

স্পোর্টস ডেস্ক: [২] ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে আগে ব্যাট করতে নেমে অ্যারণ ফিঞ্চ- স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে ৩৭৪ রানের বিশাল পুঁজি পেয়েছে অস্ট্রেলিয়া। যা সিডনিতে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।

[৩] সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়াকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার ফিঞ্চ-ওয়ার্নার৷ ভারতের ক্যাচ মিসের মহড়ায় দুজনেই তুলে নেন ফিফটি। ১৫৬ রানের ওপেনিং জুটির পর ৬৯ রানে ফেরেন ওয়ার্নার। ভারতের হয়ে প্রথম সফলতার দেখা পান মোহাম্মদ শামি।

[৪] ওয়ার্নারকে ফিরিয়ে যেন নিজেদের বিপদ আরো বাড়ায় ভারত। ওয়ান ডাউনে নেমে ঝড়ো ব্যাটিং শুরু করেন স্মিথ। অপরপ্রান্তে দারুণ ব্যাটিং করে শতক তুলে নেন অধিনায়ক ফিঞ্চ৷ অপরপ্রান্তে চলতে থাকে স্মিথ ঝড়। ৩৬ বলে তুলে নেন ফিফটি৷ শতকের পরই ১২৪ বলে ৯ বাউন্ডারি ও ২ ছক্কায় ১১৪ রানের ইনিংস খেলে বিদায় নেন ফিঞ্চ।

[৫] অধিনায়কের বিদায়ের পর ব্যাটিংয়ে নেমে পাগলাটে ব্যাটিং শুরু করেন ম্যাক্সওয়েল। ১৯ বলে ৪৫ রানে ঝড়ো ইনিংস উপহার দিয়ে ফেরেন তিনি। তবে দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র ৬২ বলে শতক তুলে নেন স্মিথ। যা ওয়ানডেতে অস্ট্রেলিয়ার হয়ে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। ইনিংসের শেষ ওভারে ৬৬ বলে ১১ বাউন্ডারি ও ৪ ছক্কায় ১০৫ রান করে বিদায় নেন স্মিথ। তাতেই ৬ উইকেটে ৩৭৪ রানের বিশাল সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।

[৬] এদিন ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মোহাম্মদ শামি। এছাড়াও ১ টি করে উইকেট নেন চাহাল, সাইনি ও বুমরাহ। তবে উইকেট পেলেও ওয়ানডে ভারতীয় স্পিনার হিসেবে এক ম্যাচে সর্বোচ্চ (৮৯) রান দেওয়ার লজ্জার রেকর্ড গড়েন চাহাল।

সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ৩৭৪/৬(৫০)
অ্যারন ফিঞ্চ ১১৪, স্টিভেন স্মিথ ১০৫
শামি ৩/৫৯।
- ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়