আসিফুজ্জামান পৃথিল: [২] একটি গবেষণা বলছে, করোনাভাইরাস এখন পর্যন্ত ১২ হাজার বিবর্তিত প্রতিরূপ তৈরি করেছে। কিভাবে মানুষ সংক্রমিত হয়, তার উপর এর কোনওটিই বড় ধরণের প্রভাব ফেলেনি। ৯৯ টি দেশ থেকে সংগ্রহ করা ৪৬ হাজার নমুনা থেকে পাওয়া গেছে এই পরিমাণ বিবর্তিত ভাইরাস। সিএনএন
[৩] ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ফ্রাঙ্কয়িস বালাউক্স, লুসি ভ্যান ড্রপ আর তাদের সহকর্মীরা গবেসণা নিবন্ধে লিখেছেন, ‘আমরা সার্স-কোভ-২ এর এমন বিবর্তিত রূপ পাইনি, যা সংক্রমণে ব[ ধরণের ভুমিকা রাখে।’ একসময় বিশেষজ্ঞরা মনে করতেন, আলাদা ধরণের বিবর্তিত রূপ আলালাদা আলাদাভাবে সংক্রমণে ভুমিকা রাখে। ল্যানসেট
[৪] গবেষকরা বলছেন, ‘আগে মনে করা হচ্ছিলো একটি মিউটেশন ডি৬১৪ডি খুব দ্রুত সংক্রমিত হয়। কিন্তু আমরা দেখেছি, তা সঠিক নয়। প্রায় সব ধরণের মিউটেশনই একই গতিতে ছড়াচ্ছে। এটি ভালো না খারাপ, তা এখনই আমাদের পক্ষে বলা সম্ভব নয়। তবে আমরা জানার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সায়েন্স অ্যানালেটিকা
[৫] গণটিকা কার্যক্রম শুরু হলে ভাইরাসের সিউটেশন আরও বেড়ে যাবে বলে মনে করেন গবেষকরা। তাদের মতে, ভাইরাসগুলো যখন দেখবে, তার ঠেকানোর উপায় চরে এসেছে, তারা নিজেকে এর বিরুদ্ধে তৈরি করতে শুরু করবে।